New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/tea.jpg)
"বেশি ভদ্রতার প্রয়োজন নেই। জাস্ট ওঁর মুখের উপর চা-টা ছুঁড়ে দেবেন।
প্রতিশোধ তিনি নেবেনই! প্রাক্তন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ মেটাতে অবশেষে বিচিত্র এক উপায় খুঁজে পেয়েছিলেন। ভালবাসার দিনে যেখানে ভালবাসার মানুষকে ফুল-চকোলেট-উপহারে ভরিয়ে দিচ্ছেন, সেখানে ডেলিভারি বয়কে দিয়ে প্রাক্তন বয়ফ্রেন্ডের মুখে গরম চা ফেলার আদার জানালেন এক প্রেমিকা।
চিনের ডেইলিতে শেয়ার করা সেই ৩৮ সেকেন্ডের ক্লিপটিতে দেখা গিয়েছে ডেলিভারি বয় একটি লোকের দিকে এগিয়ে চলেছেন। ইউজারের নির্দেশমত চা ছুড়ে অর্ডার স্লিপ হাতে ধরিয়ে চলে যান।
মজার বিষয় হল, ডেলিভারি বয়টি আশ্বর্যভাবে মহিলার এই অনুরোধ মেনেও নেন এবং অনুরোধ মেনেই কাজটি করেন। অর্ডার দেওয়ার সময় ওই মহিলা লেখেন, "বেশি ভদ্রতার প্রয়োজন নেই। জাস্ট ওঁর মুখের উপর চা-টা ছুঁড়ে দেবেন।
ওরিয়েন্টাল ডেইলি-র এক প্রতিবেদন অনুসারে, ঘটনাটি শ্যাংডং শহরে ঘটেছিল। ডেলিভারি ছেলেটি তার কাজের জন্য লোকটির কাছে ক্ষমা চেয়ে বলেছিল যে সে কেবল নির্দেশনা অনুসরণ করেছে।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন