New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-123.jpg)
সোশ্যাল মিডিয়ায় এক মহিলার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে তাকে দারিদ্র্যের সঙ্গে কঠোর লড়াই করতে দেখা যায়। এর মাঝেই তার মুখের হাসি সবার মন জয় করে নিয়েছে।
মাঝে মাঝে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলের মন ছুঁয়ে যায়। সারা বিশ্বে এমন অনেক মানুষ আছে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। জীবন ও জীবিকার সংকটের মধ্যে প্রতি মুহূর্তেই চলে তাঁদের বেঁচে থাকার লড়াই। সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে, যেখানে একজন মহিলাকে তার পেটের তাগিদে লড়াই করতে দেখা যাচ্ছে। লড়াইয়ের মাঝেও তার মুখের হাসি মন করেছে নেটিজেনদের।
ভাইরাল এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে। এই ভিডিওটি @Aarzaai_Ishq নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে একজন মহিলাকে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের বাইরে খাবার সামগ্রী বিক্রি করতে দেখা যাচ্ছে। এই সময় তাকে লোকজনের ভিড়ে দৌড়াদৌড়ি করে পাঁপড় বিক্রি করতে দেখা যাচ্ছে, কঠোর জীবন সংগ্রামের মাঝে মহিলার মুখে একগাল হাসি সকলের মন জয় করে নিয়েছে।
Sometimes life is cruel #Mehnaat 👏 pic.twitter.com/oRi9hxcVMK
— Aarz-e-ishq (@Aarzaai_Ishq) March 7, 2023
খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ৯১ হাজারের বেশি ভিউ এবং ৫ হাজারের বেশি লাইক পেয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন, 'চুরি এবং ভিক্ষা করার চেয়ে কঠোর পরিশ্রম ভালো।'