Advertisment

সঙ্গী দারিদ্রতা, একগাল হাসি নিয়ে লক্ষ্যে অবিচল, হার না মানা মহিলার লড়াইকে স্যালুট নেটপাড়ার

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ৯১ হাজারের বেশি ভিউ এবং ৫ হাজারের বেশি লাইক পেয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন, 'চুরি এবং ভিক্ষা করার চেয়ে কঠোর পরিশ্রম ভাল।'

author-image
IE Bangla Web Desk
New Update
Motivational Viral Video, Trending Motivational Video, Amazing Motivational Video, latest tending Motivational Video, trending Motivational Video on twitter, trending Motivational Video on facebook, trending Motivational Video on instagram, trending Motivational Video on youtube,

সোশ্যাল মিডিয়ায় এক মহিলার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে তাকে দারিদ্র্যের সঙ্গে কঠোর লড়াই করতে দেখা যায়। এর মাঝেই তার মুখের হাসি সবার মন জয় করে নিয়েছে।

Advertisment

মাঝে মাঝে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলের মন ছুঁয়ে যায়। সারা বিশ্বে এমন অনেক মানুষ আছে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। জীবন ও জীবিকার সংকটের মধ্যে প্রতি মুহূর্তেই চলে তাঁদের বেঁচে থাকার লড়াই। সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে, যেখানে একজন মহিলাকে তার পেটের তাগিদে লড়াই করতে দেখা যাচ্ছে। লড়াইয়ের মাঝেও তার মুখের হাসি মন করেছে নেটিজেনদের।  

ভাইরাল এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে। এই ভিডিওটি @Aarzaai_Ishq নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে একজন মহিলাকে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের বাইরে খাবার সামগ্রী বিক্রি করতে দেখা যাচ্ছে। এই সময় তাকে লোকজনের ভিড়ে দৌড়াদৌড়ি করে পাঁপড় বিক্রি করতে দেখা যাচ্ছে, কঠোর জীবন সংগ্রামের মাঝে মহিলার মুখে একগাল হাসি সকলের মন জয় করে নিয়েছে।

খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ৯১ হাজারের বেশি ভিউ এবং ৫ হাজারের বেশি লাইক পেয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন, 'চুরি এবং ভিক্ষা করার চেয়ে কঠোর পরিশ্রম ভালো।'

viral Trending News
Advertisment