লক্ষ্য বিশ্বরেকর্ড, আগ্নেয়গিরির চূড়ায় মেক্সিকান তরুণী, হয়ে উঠলেন লাখো মানুষের অনুপ্রেরণা

রেকর্ড অর্জনের লক্ষ্যে অবিচল বছর ৩১ এর এই মেক্সিকান মহিলা।

রেকর্ড অর্জনের লক্ষ্যে অবিচল বছর ৩১ এর এই মেক্সিকান মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video of Perla Tijerina, Trending Video of Perla Tijerina, Amazing Video of Perla Tijerina, Shocking Video of Perla Tijerina, latest tending Video of Perla Tijerina, trending Video of Perla Tijerina on twitter, trending Video of Perla Tijerina on facebook, trending Video of Perla Tijerina on instagram, trending Video of Perla Tijerina on youtube

পেরলা তিজেরিনা

বিশ্বরেকর্ড গড়তে তুষারাবৃত ভয়ঙ্কর আগ্নেয়গিরির চূড়ায় মহিলা, হয়ে উঠেছেন কোটি কোটি মহিলার অনুপ্রেরণা। উত্তর আমেরিকার আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবার চূড়ায় বসবাস করছেন মেক্সিকোর পের্লা তিজেরিনা। তার লক্ষ্য বিশ্ব রেকর্ড তৈরি করা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় মহিলাদের অনুপ্রাণিত করা। তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮,৪৯১ ফুট উচ্চতায় তুষার-ঢাকা আগ্নেয়গিরির উপরে ৩২ দিন কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন।

Advertisment

বর্তমান সময়ে মহিলারা কোন কিছুতেই আর পিছিয়ে নেই। শাড়ি পরে পায়ে নিয়ে মাঠ শাসন হোক অথবা মহাকাশে পাড়ি, পুরুষদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন মহিলারাও। সম্প্রতি এমন এক মহিলার কাহিনী ভাইরাল হয়েছে যিনি  বরফে ঢাকা আগ্নেয়গিরির ওপরে ৩২ দিন কাটিয়ে বিশ্বরেকর্ড গড়তে মরিয়া।

Advertisment

দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে পেরলা তিজেরিনা বলেন, রেকর্ড তৈরির পাশাপাশি মানুষকে অনুপ্রাণিত করতে চাই। তিনি বলেন "আমি সেই সমস্ত মহিলাদের জন্য একটি অনুপ্রেরণা হতে চাই যারা জীবনে কোন কঠিন চ্যালাঞ্জ জেতার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, প্রচেষ্টা চালিয়ে যেতে, অবিচল থাকতে এবং বাধা সত্ত্বেও হাল না ছেড়ে এগিয়ে যেতে হবে।"

তিনি ব্যাখ্যা করেন এই মিশনে “আমি কখনই একা নই, আমার পড়ার জন্য অনেক বই আছে এবং আমি নিয়মিত ধ্যান করি। আমার কাছে বাইবেল আছে যা আমি আধ্যাত্মিকভাবে এবং মানসিকভাবে শক্তিশালী রাখার জন্য সর্বদা পড়ি,”। রেকর্ড অর্জনের লক্ষ্যে অবিচল বছর ৩১ এর এই মহিলা। তার যাত্রা শুরু করার আগে, তিনি মেডিকেল চেক-আপও করেন এখন স্রেফ বিশ্বরেকর্ডের হাতছানির অপেক্ষা।

viral