Inspiring story: দুর্ঘটনা কেড়েছে দুটি পা, প্রচণ্ড ঠাণ্ডায় সাহসিকতার উষ্ণতায় লাদাখের পথে মহিলা

ট্রেন দুর্ঘটনায় দুটি পা হারালেও জীবনের প্রতি এই মহিলার উৎসাহ বিন্দুমাত্র কমেনি। প্রচণ্ড ঠাণ্ডায় সাহসিকতার উষ্ণতায়, লাদাখ ভ্রমণে একাই বেরিয়ে পড়েছেন এই মহিলা।

ট্রেন দুর্ঘটনায় দুটি পা হারালেও জীবনের প্রতি এই মহিলার উৎসাহ বিন্দুমাত্র কমেনি। প্রচণ্ড ঠাণ্ডায় সাহসিকতার উষ্ণতায়, লাদাখ ভ্রমণে একাই বেরিয়ে পড়েছেন এই মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
Inspiring story

ট্রেন দুর্ঘটনায় দুটি পা হারালেও জীবনের প্রতি এই মহিলার উৎসাহ বিন্দুমাত্র কমেনি। প্রচণ্ড ঠাণ্ডায় সাহসিকতার উষ্ণতায়, লাদাখ ভ্রমণে একাই বেরিয়ে পড়েছেন এই মহিলা।

ট্রেন দুর্ঘটনায় দুটি পা হারালেও জীবনের প্রতি এই মহিলার উৎসাহ বিন্দুমাত্র কমেনি। প্রচণ্ড ঠাণ্ডায় সাহসিকতার উষ্ণতায়, লাদাখ ভ্রমণে একাই বেরিয়ে পড়েছেন এই মহিলা। তাঁর কাহিনী সোশ্যাল মিডিয়ায় আজ ভাইরাল।

Advertisment

জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার যাতে আমাদের কিছুই করার থেকে না। অনেক সময় এমন কিছু ঘটে যা আমাদের শারীরিক বা মানসিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত করে যে আবার স্বাভাবিকভাবে বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে আমাদের পক্ষে। অনেকেই আছেন এই ধরণের কঠিন চ্যালেঞ্জগুলি থেকে বেরিয়ে এসে আবার খোলামেলা জীবনযাপন করার চেষ্টা করেন। তারই এক জলজ্যান্ত উদাহরণ আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ট্রেন দুর্ঘটনায় দুটি পা হারালেও জীবনের প্রতি ভালবাসা-উৎসাহ একটুও কমেনি এই মহিলার। প্রচণ্ড ঠাণ্ডায় সাহসিকতার উষ্ণতায়, এই মহিলা লাদাখের রাস্তার দেখা মিলল এই মহিলার। ইনস্টাগ্রামে একটি ট্রাভেল পেজ থেকে মহিলার সাহসিকতাকে বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে।

আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাভেল ভ্লগার রাজেশ বাবু একজন মহিলাকে কোলে নিয়ে রাস্তার যাচ্ছেন। আসলে, এই মহিলা ট্রেন দুর্ঘটনায় তার দুই পা হারান। রাজেশ বাবু 2শে জানুয়ারি 'দ্য অ্যাডভেঞ্চার অ্যাডিকটেড কোম্পানি' নামে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি আপলোড করেছিলেন। তিনি মহিলার সাহসিকতাকে দৃষ্টান্ত হিসাবে মানুষের সামনে মেলে ধরেন।

Advertisment

এই ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত, 4.7 মিলিয়নেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং 53.7k মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। Instagram ব্যবহারকারীরা 88.2k বার অন্য ব্যবহারকারীদের সঙ্গে ভিডিও শেয়ার করেছেন। কমেন্ট সেকশনেও ভিডিওটি নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন মানুষজন। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, 'আপনাদের দুজনকেই স্যালুট'। অন্য একজন ব্যবহারকারী ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ঈশ্বর তাকে অসীম শক্তি দান করুক।

Trending News