Advertisment

সন্তান কোলে ক্র্যাচ হাতে রাস্তায় ভিক্ষা! মায়ের উদারতায় চোখে জল নেটপাড়ার

ভিডিওটি এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ দেখেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
VIral Video, begger, trending Video, begger viral video, begger trending video, begger latest video, begger video, woman viral video, viral video of the day

সন্তান কোলে ক্র্যাচ হাতে রাস্তায় ভিক্ষা! মায়ের উদারতায় চোখে জল নেটপাড়ার

ক্র্যাচ হাতে সন্তানকে পিঠে নিয়ে ভিক্ষা করছেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। যা দেখলে মন ভারাক্রান্ত হতে বাধ্য।

Advertisment

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক মহিলা। তিনি তার সন্তানকে পিঠে করে নিয়ে যাচ্ছেন। ক্র্যাচ হাতে মহিলাকে ভিক্ষা করতে দেখা যাচ্ছে। কথায় আছে সন্তানের সুখের জন্য মা'ই একমাত্র যিনি প্রাণপাত করেন। মা-ছেলের মন ছুঁয়ে যাওয়া একাধিক ভিডিও এর আগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পৃথিবীতে মা'ই একমাত্র যিনি তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। সন্তানকে মানুষ করতে প্রাণপাত করেন। এমনকি যদি সন্তানকে মানুষ করতে ভিক্ষাবৃত্তি করতে হয় তাতেও পিছপা হন না তিনি।

আজকাল একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা তার সন্তানের পিঠে বসিয়ে ভিক্ষা করছেন। তিনি নিজে শারীরিক ভাবে প্রতিবন্ধী। হাতে রয়েছে একটি ক্র্যাচ। ভিডিওটি দেখার পর সবাই অবাক এবং মানুষের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে । কঠিন পরিস্থিতিতে মহিলা তার সন্তানকে নিজের থেকে আলাদা করেন না।

@RobertLyngdoh2 আইডি থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওটি এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ দেখেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওতে মানুষ নানান প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'মা তো মা'ই।

viral
Advertisment