/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/viral-feature-13.jpg)
নিজের হাতে বড় করে তোলা কুকুর অন্ত প্রাণ সান ফ্রান্সিসকোর এক মহিলা। তাঁর পোষ্য কুকুর হঠাৎই নিখোঁজ হয়ে যায়। তন্ন তন্ন করে খোঁজা করা হচ্ছে কুকুরের। নাওয়া খাওয়া বন্ধু বান্ধব সব ভুলে প্রাণের পোষ্যকে খুঁজে বের করতে উঠে পরে লেগেছেন ওই মহিলা। কিন্তু এখনও কুকুরটিকে খুঁজে পাওয়া যায়নি। সেকারণে ওই মহিলা সোশাল মিডিয়ায় প্রচার করেছেন, তাঁর পোষ্য অস্ট্রেলিয়ান শেপার্ড জ্যাকসনকে খুঁজে দিলে ৭ হাজার ডলার, যা ভারতীয় টাকায় প্রায় ৫ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। জানা গিয়েছে, মুদির দোকানের সামনে থেকে হঠাৎই কুকুরটি হারিয়ে যায়।
শুধু দাম ঘোষণা করেই থেমে থাকেননি মহিলা। একটি বিমান ভাড়া করে গোটা শহর ঘুরছেন তিনি। ডেইলিমেল সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে সম্প্রতি ১২০০ ডলার খরচ করে কুকুরকে খোঁজার জন্য একটি ওয়েবসাইট খুলেছেন তিনি। এই ঘটনা সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়। কুকুর প্রেমীদের মন জয় করেছে ওই মহিলা।
আরও পড়ুন:মুখেই তারস্বরে বাজছে ট্রাক বাসের হর্ন, শুনে চমকে গেছে সোশাল মিডিয়া
View this post on Instagram// having to leave this guy for far too long ???? incoming NYC and Tokyo //
A post shared by emilie talermo (@emilie.talermo) on
View this post on Instagram// back in the mountains that raised me //
A post shared by emilie talermo (@emilie.talermo) on