scorecardresearch

হুইল চেয়ারেই বসেই স্বপ্নের বিশ্বভ্রমণ, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে উচ্ছ্বসিত মহিলা  

অদম্য জেদ আর ইচ্ছাশক্তিতে ভর করেই মাত্র একবছরেই মধ্যেই তিনি ঘুরে বেড়ান ১১৭ টি দেশ।

woman travels on wheelchair, world record, Guinness world record, woman visits 55 countries in a year, us woman, us, travel, indian express"

হুইলচেয়ারেই বিশ্বভ্রমণ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক বিশেষভাবে সক্ষম মহিলা। অদম্য জেদ আর ইচ্ছাশক্তিতে ভর করেই মাত্র একবছরেই মধ্যেই তিনি ঘুরে বেড়ান ১১৭ টি দেশ। এই অসম্ভবকে সম্ভব করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’সে নাম তুললেন এই মার্কিন মহিলা।

ইনস্টাগ্রামে তিনি শংসাপত্র হাতে হুইল চেয়ারে বসা একটি ছবি শেয়ার করেছেন। মহিলার কথায়, ছোট বয়স থেকেই আমি ঘুরতে ভালবাসি। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় শারীরিক প্রতিবন্ধকতা। আমার যখন পাঁচ বছর বয়স আই তখন প্রথম বিমানে চড়ি। বিমানে চড়া প্রতিবন্ধী মানুষজনের কাছে সত্যিই একটা বড় সমস্যা। তিনি আরও বলেন “আমি মনে করি প্রতিবন্ধীদের বিমানে চড়ার উপায় আরও কিছুটা সহজ করতে হবে। তবে মানুষজন আমাকে সাহায্য করেছে। বিশেষ করে পুরুষদের থেকেও আমি সাহায্য পেয়েছি”।

“অ্যান্টার্কটিকা আমার কাছে স্বপ্নের মত”, একান্তে সংবাদ মাধ্যমকে জানান তিনি। তিনি বলেন, একবছরে ১১৭টি দেশভ্রমণ আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। আমি পেরেছি। আমি খুশি বিশ্বরেকর্ড গড়েছি। আমাকে দেখে অনেকেই তাদের ইচ্ছাপূরণে আগ্রহী হবে বলেই আমার আশা”।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Woman on wheelchair breaks world record for the most countries visited in one year