Advertisment

'স্যানিটারি প্যাড’ অর্ডারেই মিলল ‘সারপ্রাইজ গিফট’,তাজ্জব মহিলা

কী ‘সারপ্রাইজ গিফট’ ছিল ওই মহিলার জন্য?

author-image
IE Bangla Web Desk
New Update
Swiggy Instamart woman orders sanitary pads gets free chocolate cookies, Twitter, viral, trending, indian express

অনলাইনে স্যানিটারি প্যাড অর্ডার করে সারপ্রাইজ গিফট পেয়ে রীতিমত অবাক মহিলা, এমনই এক খবর তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।

Advertisment

মহিলা গ্রাহককে অভিনব উপহার দিল সুইগি ইন্সটামার্ট, এমন উপহার যা জানলে আপনিও চমকে উঠবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্ট। সুইগি ইন্সটামার্ট থেকে স্যানিটারি প্যাড অর্ডার করে এক মহিলা। মহিলার দাবি, স্যানিটারি প্যাডের সঙ্গে সুইগি ইন্সটামার্ট চকলেট ও ​​কুকিজের প্যাকেটও মহিলাকে উপহার হিসাবে দিয়েছে। এখন মহিলার সোশ্যাল মিডিয়ায় পোস্ট বেশ ভাইরাল হচ্ছে।

সোশ্যাল মিডিয়া আমাদের কেনাকাটার অভিজ্ঞতাকে একবারে বদলে দিয়েছে মাত্র এক ক্লিকে, আমরা ঘরে বসেই পেতে পারি গ্রোসারি থেকে শুরু করে ইলেকট্রনিক আইটেম।  সুইগি এমনই একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম যা অনেকেই ব্যবহার করে থাকেন। সম্প্রতি এক মহিলা সুইগি ইন্সটামার্ট থেকে স্যানিটারি প্যাড অর্ডার করে এমন কিছু পেলেন যা দেখে তিনিও রীতিমত অবাক। টুইটের মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি দাবি করেছে যে সে স্যানিটারি প্যাড সহ চকোলেট এবং কুকিজ পেয়েছেন। এখন তার এই পোস্টটি বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

সমীরা (@sameeracan) নামের একজন ব্যবহারকারী টুইটারে একটি টুইট করেছেন। তিনি দাবি করেছেন যে তিনি সুইগি ইন্সটামার্ট থেকে স্যানিটারি প্যাড অর্ডার করেছিলেন। তিনি দেখেন স্যানিটারি প্যাডের সঙ্গে তিনি চকোলেট এবং কুকিজও পেয়েছেন। এই পোস্টের জবাব দিয়েছেন সুইগিও।

সুইগি কেয়ারস থেকে এক বার্তায় লেখা হয়েছে, 'সমীরা, আমরা চাই আপনার দিনটা সুখের হোক।' অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সুইগির এহেন উদ্দোগের প্রশংসা করছেন। কিছু ব্যবহারকারী বলছেন যে সুইগি তার গ্রাহকদের প্রচারের উদ্দেশ্যে এই ধরনের বিনামূল্যে উপহার দিয়ে থাকে।

Swiggy viral
Advertisment