Advertisment

কবে হুঁশ ফিরবে রেলের? অফিস টাইমের ভিড়ে গেটে ঝুলেই বেপোরোয়া যাত্রায় নেটিজেনদের তোপ

কোন রকমে গেটে পা ঠেকিয়ে হাতল ধরে তরুণীকে ঝুলতে দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Railway,Viral Video,Mumbai Local,Mumbai Local Viral Video,Train Viral Video,Mumbai Local News,Mumbai Viral Video,Indian Railway Viral Video,Viral Video of Mumbai Local,Trending News,Trending Video

কবে হুঁশ ফিরবে রেলের? অফিস টাইমের ভিড়ে গেটে ঝুলেই বেপোরোয়া যাত্রায় নেটিজেনদের তোপ

ট্রেনের গেটে কোনরকমে ঝুলছে তরুণী। অফিস টাইমে এই চিত্র হাওড়া-শিয়ালদহ শাখায় প্রায় সকলেরই নজরে পড়েছে। অনেক সময় তাড়াহুড়োর কারণে অনেকেই বিপদের মুখে পড়েন। তা সত্ত্বেও মানুষের হুঁশ যে একেবারেই ফেরেনি তারই এক জলজ্যান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে কার্যত চোখ কপালে নেটপাড়ার।

Advertisment

সম্প্রতি সামনে এসেছে মুম্বইয়ের লোকাল ট্রেনের একটি চিত্র। ভিড়ের মধ্যে এক তরুণীকে ট্রেনের গেটের অর্ধেক ঝুলতে ঝুলতেই গন্তব্যে পাড়ি দিতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, লোকাল ট্রেনে ভিড়ের তরুণী ভিতরে প্রবেশ করতে না পেরে ট্রেনের গেট ধরেই ঝুলতে থাকেন।

কোন রকমে গেটে পা ঠেকিয়ে হাতল ধরে তরুণীকে ঝুলতে দেখা যায়। এই ভ্রমণ কতটা ঝুঁকিপূর্ণ তা ভিডিওটি দেখলেই অনুমান করতে পারছেন নেটিজেনরা। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, কীভাবে ওই তরুণী ট্রেন থেকে ঝুলছেন। সময়মতো গন্তব্যে পৌছাঁতে জীবনকে বাজি রেখেই তরুণীকে ট্রেনে ওভাবে ঝুলে থাকতে দেখে সকলেই রীতিমত অবাক। ক্যাপশন অনুসারে, 'এই ভিডিওটি মুম্বই লোকাল ট্রেনের'।

অনেক সময়, ট্রেন মিস যাওয়ার জন্য সাধারণ যাত্রীরা পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা না করেই জীবনের ঝুঁকি নিয়ে ভিড় ট্রেনে ভ্রমণ করতে দেখা যায়। সম্প্রতি এই ভাইরাল ভিডিও দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের। মাত্র ২২ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ দেখেছেন।

viral
Advertisment