Viral Video: মহিলার প্রতিভা অবাক করবেই, শাড়ি পরেই জিমন্যাস্টিকস, চমকে দেওয়ার মত ভিডিও প্রকাশ্যে

সকলেই মহিলার এই কীর্তির প্রশংসায় পঞ্চমুখ।

সকলেই মহিলার এই কীর্তির প্রশংসায় পঞ্চমুখ।

author-image
IE Bangla Web Desk
New Update
Gymnastics,Woman Perform Gymnastics In Saree,Woman Perform Gymnastics,Viral Video,viral news,trending news,trending video

সকলেই মহিলার এই কীর্তির প্রশংসায় পঞ্চমুখ

গোলাপি শাড়িতে আশ্চর্য কাণ্ড ঘটালেন এই মহিলা। ভাইরাল ভিডিওতে, একটি সুন্দর গোলাপী শাড়িতে এক মহিলাকে জিমন্যাস্টিকস করতে দেখা যায়। যা দেখে চোখ কপালে সকলের।

Advertisment

বর্তমান দিনে নিজেকে ফিট রাখা খুবই জরুরি। কিন্তু ব্যাস্ততার কারণে নিজেকে সময় দেওয়া খুবই কঠিন। তা সত্ত্বেও, কিছু মানুষ আছেন যারা নিজেকে ফিট রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ধরনের ভিডিওগুলি প্রায়শই ইন্টারনেটে ভাইরাল হয়। যেখানে মানুষজনকে ফিট রাখতে হার্ডওয়ার্ক করতে দেখা যায়। এমন ভিডিও অন্যদেরও ফিট থাকতে অনুপ্রাণিত করে। সম্প্রতি, একই রকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে, যাতে একটি সুন্দর গোলাপী শাড়ি পরা এক মহিলাকে জিমন্যাস্টিকস করতে দেখা যায়।

ভাইরাল হওয়া ওই মহিলার ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ভিন্ন বিতর্ক। আপনি কি কখনও কোনও মহিলাকে শাড়িতে জিমন্যাস্টিকস করতে দেখেছেন? স্বাভাবিক ভাবেই আপনার উত্তর না'ই হবে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখার মতো। এই ভিডিওটি দেখার পর কেউ কেউ অবাক হলেও, সকলেই মহিলার এই কীর্তির প্রশংসায় পঞ্চমুখ। ভিডিওটি দেখার পর মানুষজন অবাক কেউ কীভাবে শাড়ি পরে এমন স্টান্ট করতে পারেন তা ভেবে।

ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি শাড়ি পরা এক মহিলা পার্কে ঝুলে নানা কাণ্ড করছেন। আমরা সবাই জানি, একজন জিমন্যাস্টের শরীর বেশ নমনীয়, তবে শাড়িতে পা আটকে যাওয়ার বা ভারসাম্যহীন হয়ে পড়ার ঝুঁকিও থাকে। তা সত্ত্বেও, মহিলাটি খুব স্বাচ্ছন্দ্যে শাড়িতে আশ্চর্যজনক কীর্তি দেখাচ্ছেন।

Advertisment

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ @Kairavii_Rajput নামে একটি অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করা হয়েছে। মাত্র ১৪ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ৫ লাখ ৪০ হাজারের বেশি মানুষ দেখেছেন, যেখানে ৮ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। ভিডিওটিতে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন।

viral