Advertisment

১২ হাজারের টুথব্রাশের বদলে MDH মশলা, মহিলার পোস্ট ঘিরে হুলস্থূল

১২ হাজার টাকার ওরাল-বি ইলেকট্রিক টুথব্রাশ -এর অর্ডার দিয়েছিলেন মহিলা পরিবর্তে MDH চাট মশলার ৪টি বাক্স পান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Online Shopping , trending , viral post , Amazon , electric toothbrush'

১২ হাজার টাকার টুথব্রাশের অর্ডার দিয়ে এক মহিলা পেলেন, MDH মশলা। সম্প্রতি একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন যে তার মা ১২ হাজার টাকার একটি ওরাল-বি বৈদ্যুতিক টুথব্রাশ অর্ডার করেন। কিন্তু পরিবর্তে MDH চাট মশলার ৪টি বাক্স পান। এই পোস্ট ভাইরাল হতেই বেজায় চটেছেন নেটিজেনরা। অনেকেই ডেলিভারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।  

Advertisment

মহিলার দাবি, তিনি শখের ১২ হাজার টাকা দামের টুথব্রাশের বদলে চার প্যাকেট এমডিএইচ মশলা পেয়েছেন। মহিলা টুইটারে লিখেছেন যে এই ঘটনা তার সঙ্গে এক বছর আগে ঘটলেও সংস্থা এখনও কোন ব্যবস্থা নেয়নি।

টুইটার ব্যবহারকারী @badassflowerbby দাবি করেছেন যে তার মা ১২হাজার টাকা মূল্যের একটি ওরাল-বি বৈদ্যুতিক টুথব্রাশের অর্ডার করেন, কিন্তু পরিবর্তে MDH চাট মশলার চারটি বাক্স পেয়েছেন। তিনি বিক্রেতার পরিচয়ও প্রকাশ করেছেন । তিনি দাবি করেন ২০২২ সালের জানুয়ারি থেকে একাধিকবার অভিযোগের স্ক্রিনশট শেয়ার করেছেন। যা ঘিরে টুইটারে তোলপাড় শুরু হয়েছে।

মহিলা 'ক্যাশ অন ডেলিভারি' অর্ডার দিয়েছিলেন। যখন তার কাছে পণ্য পৌঁছে দেওয়া হয়, তখন তিনি দেখেন একটি বাক্সে ৪টি MDH চাট মশলার প্যাকেট রয়েছে।   টুইটারে নিয়ে তিনি লিখেছেন, '@amazonIN, আপনি কেন এমন একজন বিক্রেতাকে সরিয়ে দেননি যিনি এক বছরেরও বেশি সময় ধরে ক্রেতাদের প্রতারণা করছেন? আমার মা একটি ১২ হাজার টাকার ওরাল-বি ইলেকট্রিক টুথব্রাশ -এর অর্ডার দিয়েছিলেন এবং পরিবর্তে MDH চাট মশলার ৪টি বাক্স পেয়েছিলেন৷

পোস্ট অনুসারে জানা গিয়েছে ওই বিক্রেতা MEPLTD ২০২২ সালের জানুয়ারি থেকে কয়েক ডজন গ্রাহকের সঙ্গে এই ধরণের প্রতারণা করেছেন। ব্যবহারকারী পণ্যটির অনেক ছবি শেয়ার করেছেন। ভাইরাল এই টুইট ঘিরে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীকে সকলেই সমর্থন করছেন। এবং অবিলম্বে ওই বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

Viral Video Trending News
Advertisment