‘আমাকে না নিয়ে উড়বেন না’! রানওয়েতে হাত নেড়ে বিমান থামানোর চেষ্টা মহিলার, দেখুন ভিডিও

ভিডিওটি মাত্র কয়েক ঘন্টা আগে ভাইরাল হতেই হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন।

ভিডিওটি মাত্র কয়েক ঘন্টা আগে ভাইরাল হতেই হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Viral Video, Australia, Australian woman, Woman runs onto tarmac stops flight, Woman runs onto tarmac, woman runs to stops flight, viral news, trending news

‘আমাকে না নিয়ে উড়বেন না’! রানওয়েতে হাত নেড়ে বিমান থামানোর আর্জি, মহিলার ভিডিও ঘিরে হৈ-হৈ কাণ্ড

রাস্তাঘাটে অটো-টোটো, বাসকে হাত নাড়িয়ে যাত্রীদের থামতে বলতে দেখা যায় যাত্রীদের। এটা খুবই সাধারণ একটি দৃশ্য। অনেক সময় প্ল্যাটফর্মে ওঠার মুখে ট্রেন ছাড়ার মুহূর্তে হাত নেড়ে ট্রেনের চালককে ট্রেনটি কিছু সময়ের জন্য থামাতেও দেখা যায়। কিন্তু তাই বলে রানওয়েতে ছুটে গিয়ে বিমানের পাইলট কে হাত নেড়ে বিমান থামানোর অনুরোধ করতে দেখেছেন আগে কখনও?

Advertisment

মহিলার এমন কাণ্ডই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই ভিডিওটি মাত্র কয়েক ঘন্টা আগে ভাইরাল হতেই হাজার হাজার মানুষ ভিডিওটি ইতিমধ্যেই দেখেছেন। বিমান ধরতে রানওয়েতে দৌড়াচ্ছেন এক মহিলা। হাত নেড়ে পাইলটকে বিমান থামানোর অনুরোধ করছেন তিনি। আর এমনই ভিডিও তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। 

যদিও মিডিয়া রিপোর্ট অনুসারে অস্ট্রেলিয়ার ওই মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ক্যানবেরা বিমানবন্দরে। মহিলা বিমানবন্দরের সিকিউরিটি বলয় টপকে রানওয়েতে চলে যান। পাইলটের দিকে হাত নেড়ে বিমান থামাতে বলেন। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। পোস্ট করার পর থেকে, এটি অনেক লোকের দৃষ্টি আকর্ষণ করেছে।

এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ১ নভেম্বর, ক্যানবেরা বিমানবন্দরে (CBR)। ভিডিওতে দেখা যায়, ওই মহিলা রানওয়েতে পৌঁছে গিয়ে  হাত নেড়ে পাইলটকে বিমান থামাতে বলছেন। 

Advertisment

এই পোস্টটি মাত্র কয়েক ঘন্টা আগে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে ভিডিওটি হাজারেরও বেশি বার দেখা হয়েছে। শেয়ারে অনেক লাইক ও কমেন্টও সামনে এসেছে। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, 'কীভাবে সম্ভব এই কাজ?'

viral