New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-26.jpg)
ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা তাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না।
ভয়ঙ্কর কুমিরকে 'ম্যাসাজ'! ভিডিও দেখে চোখ কপালে নেটপাড়ার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মারাত্মক এক ভিডিও। কুমিরকে যত্ন করে 'ম্যাসাজ' করতে দেখা গিয়েছে এক মহিলাকে। 'ভয়ঙ্কর দৈত্যাকার কুমিরের' পিঠে 'ম্যাসাজ' করার ভিডিও দেখে সকলেই তাজ্জব। 'বন্য প্রাণীর' নানান ভিডিও মানুষকে আকর্ষণ করে। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে…!
ভিডিওতে একটি দৈত্যাকার কুমিরকে মেঝেতে 'বিশ্রাম' নিতে দেখা যাচ্ছে। ঠিক সেই সময়েই এক মহিলাকে কুমিরটিকে 'ম্যাসাজ' করতে দেখা যায়, ভিডিওটি সবাইকে অবাক করে দেয়। ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা তাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। ঠিক সেই কারণেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সবার দৃষ্টি আকর্ষণ করছে।
এই ভাইরাল ভিডিওটি @EpicVideosOnly নামে একটি টুইটার প্রোফাইলে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা ভয়ঙ্কর দৈত্যাকার কুমিরের একেবারে সামনে বসে আসছেন এবং ভয় না পেয়ে তার 'পিঠে আদর' ও ম্যাসাজ করছেন তিনি। একই সঙ্গে কুমিরের মুখের একেবারে কাছে 'ম্যাসাজ' করতেও দেখা যায়। তবে এতকিছুর পরও কুমিরটি শান্তভাবে মেঝেতে শুয়ে থাকে।
Beauty and the Beast pic.twitter.com/v83wuGCfI6
— Epic Videos (@EpicVideosOnly) March 2, 2023
খবর লেখা পর্যন্ত ভিডিওটি ৬৫ হাজারের বেশি ভিউ এবং কয়েক হাজার লাইক পেয়েছে। একই সময়ে,ব্যবহারকারীরা ক্রমাগত মন্তব্য করছেন এবং তাদের মজার প্রতিক্রিয়া দিচ্ছেন। কিছু ব্যবহারকারী কুমিরটিকে আদর করার এবং ম্যাসেজ করার জন্য মহিলার সাহসের প্রশংসা করেছেন। অন্যদিকে, কিছু ব্যবহারকারী বলেছেন এমন ঝুঁকির কাজ না করাই শ্রেয়।