Advertisment

Inspirational story: এভাবেও ঘুরে দাঁড়ানো সম্ভব, প্রমাণ করে লাখো মানুষকে বাঁচার স্বপ্ন দেখালেন এই তরুণী

সকল সমস্যাকে উপেক্ষা করে জীবন যুদ্ধে সংগ্রাম চালিয়ে জয়ের লক্ষ্যে অবিচল এই তরুণী।

author-image
IE Bangla Web Desk
New Update
Woman selling maggi on scooty, converted scooter into a shop, positive news, positive story, Inspirational story of scooty wali didi, Inspirational story, scooty wali didi, maggi

সকল সমস্যাকে উপেক্ষা করে জীবন যুদ্ধে সংগ্রাম চালিয়ে জয়ের লক্ষ্যে অবিচল এই তরুণী।

সকল সমস্যাকে উপেক্ষা করে জীবন যুদ্ধে সংগ্রাম চালিয়ে জয়ের লক্ষ্যে অবিচল এই তরুণী। তার এই অনুপ্রেরণামূলক কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কানপুরের রাধা শর্মা যিনি জীবনের সকল প্রতিকূলতা কাটিয়ে সাহসের সঙ্গে লড়াই করে সাফল্যের নতুন গল্প লিখছেন।

Advertisment

রাধা শর্মার গল্প ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হয়েছে। এখানকার মানুষ রাধা শর্মাকে 'স্কুটি দিদি' নামেও চেনেন। করোনার সময় স্বামী মারা যান। চাকরিও চলে যায় তার। এরপর একাকী অসহায় মহিলা বেঁচে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেক ভেবে চিনতে নিজের স্কুটিতেই তৈরি করেন নিজের ছোট একটি দোকান। ম্যাগি, অমলেট এবং স্যান্ডউইচ বেচে এখন সংসার চালাচ্ছেন তিনি। তার এই সাফল্যের গল্প লাখো মানুষকে মনের জোর জুগিয়েছে।

এই ভিডিওটি ইনস্টাগ্রামে ২.৩ মিলিয়ন ভিউজ হয়েছে। এছাড়াও প্রায় ৩ লাখ মানুষ ভিডিওটি লাইক করেছেন। ভিডিওটিতে মন্তব্য করে রাধা দিদিকে স্যালুট করেছেন নেটিজেনরা।

Viral Video
Advertisment