viral: চুলেই অ্যাকোয়ারিয়াম, মাথায় মাছকে খেলা করতে দেখেই চমকে উঠল নেটপাড়ার মানুষজন!

হাল ফ্যাশানের যুগে মন মাতানো নানান হেয়ার স্টাইলের ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। এখন এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখে চোখ কপালে নেটপাড়ার। চুলেই পুরো অ্যাকোয়ারিয়াম তৈরি করে সকলকে তাক লাগিয়েছেন এক মহিলা।

হাল ফ্যাশানের যুগে মন মাতানো নানান হেয়ার স্টাইলের ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। এখন এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখে চোখ কপালে নেটপাড়ার। চুলেই পুরো অ্যাকোয়ারিয়াম তৈরি করে সকলকে তাক লাগিয়েছেন এক মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
woman set aquarium on head

মাথার চুলেই অ্যাকোয়ারিয়াম। অবাক করা কাণ্ড ঘটালেন এই মহিলা। আর তাঁর এই আজব কীর্তি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই জোর চর্চা। কীভাবে সম্ভব? প্রশ্ন নেটপাড়ার!

মাথার চুলেই অ্যাকোয়ারিয়াম। অবাক করা কাণ্ড ঘটালেন এই মহিলা। আর তাঁর এই আজব কীর্তি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই জোর চর্চা। কীভাবে সম্ভব? প্রশ্ন নেটপাড়ার!

Advertisment

হাল ফ্যাশানের যুগে মন মাতানো নানান হেয়ার স্টাইলের ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। এখন এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখে চোখ কপালে নেটপাড়ার। চুলেই পুরো অ্যাকোয়ারিয়াম তৈরি করে সকলকে তাক লাগিয়েছেন এক মহিলা।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পার্লারে এক মহিলা চেয়ারে বসে ফোন ঘাটছেন। একই সঙ্গে সেলুনের দুই হেয়ার স্টাইলিশ মহিলার চুলে জেলির মতো কিছু লাগিয়ে পাত্রের আকৃতি নিয়ে এসে তাতে জল যোগ করেন এবং কিছু সোনালি রঙের কিছু ছোট মাছ ছেড়ে দেয় চুলের উপর। একই সঙ্গে মহিলাকে এমন চুলের ডিজাইন দেখে খুশিতে হেসে উঠতে দেখা যায়।

Advertisment

এই ভিডিওটি ইন্সটাতে শেয়ার করা হয়েছে। খবরটি লেখার আগে কোটি কোটি মানুষ দেখেছেন এবং মন্তব্য করে তাদের মতামত দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এটি বেশ দুর্দান্ত দেখাচ্ছে।' অন্য একজন লিখেছেন, 'আমার কাছে বেশ অবাক লাগছে।'

viral