New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-19.jpg)
শাড়ি পরে সমুদ্র সৈকতে একের পর এক ডিগবাজি
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়।
শাড়ি পরে সমুদ্র সৈকতে একের পর এক ডিগবাজি
কথায় আছে শাড়িতেই নারী! অনেকেই আছেন যারা শাড়ি পরে খেলার মাঠে ফুটবল খেলে সকলকে তাক লাগিয়ে দেন আবার অনেকে আছেন বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতিকে মেলে ধরতে শাড়ি পরেই সংবাদ শিরোনামে আসেন। সম্প্রতি সমুদ্র সৈকতে লাল শাড়িতে ঝড় তুলেছেন এক মহিলা। মহিলার আশ্চর্যজনক স্টান্ট, চ্যাম্পিয়নদেরও অবাক করেছে।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়। লাল শাড়ি পরা এক মহিলাকে তার জিমন্যাস্ট স্টান্টের দক্ষতা তুলে ধরতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে। সোশ্যাল মিডিয়ায় স্টান্ট নিয়ে অনেক ভিডিও ভাইরাল হয়। কিন্তু এমন স্টান্ট ভিডিও আগে কেউ কখনও দেখেন নি। ভিডিওতে মহিলাকে শাড়ি পরে জিমন্যাস্টিক দক্ষতা মেলে ধরতে দেখা যাচ্ছে।
এই ভিডিওটি @mishaa_official_ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামের বায়ো দেখলেই জানা যাবে ওই মহিলার নাম মিশা শর্মা। তিনি নিজেকে একজন ক্রীড়াবিদ হিসেবে বর্ণনা করেছেন। ভিডিওতে, আপনি তাকে শাড়ি পরা অবস্থায় জিমন্যাস্টিক স্টান্ট দেখাতে দেখা যায়।
ভিডিওটি ২৩ আগস্ট শেয়ার করা হয়েছিল। পোস্ট হওয়ার পর থেকে এটি ৩০ হাজারের বেশি ভিউ সেই সঙ্গে তিন হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। সকলেই মহিলা প্রতিভার প্রশংসা করেছেন।