New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-188.jpg)
হ্যান্ডেল ছেড়ে দিব্যি স্কিপিং, তরুণীর অবাক করা স্টান্ট, মুহূর্তে ভাইরাল
ভিডিওটি ৪৫ লক্ষ মানুষ এখন পর্যন্ত দেখেছেন।
হ্যান্ডেল ছেড়ে দিব্যি স্কিপিং, তরুণীর অবাক করা স্টান্ট, মুহূর্তে ভাইরাল
হ্যান্ডেল ছেড়ে অদ্ভুদ দক্ষতায় ব্যালান্স রেখে সাইকেল চালাতে চালাতেই লাফ দড়ি খেলতে দেখা গেল এক তরুণীকে। তরুণীর ভাইরাল এই ভিডিওটি স্তম্ভিত করেছে লাখ লাখ মানুষকে। সাইকেল চালানোর সময় তরুণীর দক্ষতার সাথে লাফ দড়ির একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। স্টান্টের প্রশংসা নেটপাড়ায়।
আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ। এমন পরিস্থিতিতে একটা না একটা গান অথবা কোন নাচ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, আর তারপর সেটাকে নিয়ে রিল বানাতে মত্ত থাকেন মানুষজন। সবাই এমন একটি রিল বানাতে চায়, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে তাকে সোশ্যাল মিডিয়ায় সাফল্যের চূড়ায় বসাবে। কখনও সেই প্রচেষ্টা কারুর সফল হয় আবার কখনও কেউ কেউ তাতে ব্যর্থও হয্ন। এমনই একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটিকে হাত ছেটে ভারসাম্য বজায় রেখে সাইকেল চালাতে সেই সঙ্গে লাফদড়িতে খেলতে দেখা যাচ্ছে ওই তরুণীকে। তার কীর্তি দেখে অবাক নেটিজেনরা। চলন্ত সাইকেলে তার ভারসাম্য বজায় রেখে স্কিপিং-এর আজব স্টান্ট মুগ্ধ করেছে সকলকেই।
গত ৭ অক্টোবর ভিডিওটি আপলোড হওয়ার পর থেকে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওটি ৪৫ লক্ষ মানুষ এখন পর্যন্ত দেখেছেন। প্রায়ই সাইকেল চালানোর সময় তার নাচ এবং স্টান্ট করার ভিডিও পোস্ট করেন তরুণী।