New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/images-2.jpg)
প্রতীকী ছবি
এদিকে এমন দৃশ্য ভাইরাল হতেই চোখ কপালে নেটিজেনদের।
প্রতীকী ছবি
রাস্তা দিয়ে হেটে চলছেন এক মহিলা। কোলে সিংহ ছটফট করছে। এমনই ঘটনার সাক্ষী থাকলেন নেটদুনিয়া। সচরাচর এই দৃশ্য দেখতে আমরা একেবারেই অভ্যস্ত নই। তাই এই দৃশ্য দেখে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা।
কেন তিনি কোলে সিংহ নিয়ে হাঁটছেন? জানা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওটি কুয়েতের। খাঁচা ছেড়ে পালিয়েছিল সিংহটি বলেই মনে করা হচ্ছে ৷ যার মালিক ওই মহিলা ৷ শেষপর্যন্ত সিংহটিকে ধরতে আসরে নামেন নিজেই ৷ আর একবার ধরার পর আর ছাড়েননি ৷ একেবারে জাপটে কোলে করে নিয়ে চলে যান যথাস্থানে ৷ কিন্তু সিংহটি কিছুতেই যেতে চাইছিল না ৷ খাঁচায় ফিরতে চাইছিল না সে৷
My neighbor and her dog seemed to not be getting along last night pic.twitter.com/fUGcpuTkMY
— Arlong (@ramseyboltin) January 3, 2022
#الكويت.. #أسد يتجول في الشوارع ويثير الرعب.. (فيديو)https://t.co/HpH5clnMuG#البيان_القارئ_دائما pic.twitter.com/5xFqxO61VD
— صحيفة البيان (@AlBayanNews) January 1, 2022
কুয়েতে সাধারণ ভাবে এই ধরণের হিংস্র পশু পোষা এখন বে আইনি। তাও অনেকে লুকিয়ে এমন পশু বাড়িতে পোষেন। এদিকে এমন দৃশ্য ভাইরাল হতেই চোখ কপালে নেটিজেনদের। সাধারণ ভাবে কুকুর বিড়াল কোলে নিয়ে পথে ঘাটে অনেকেই দেখা যায়। কিন্তু সিংহ কোলে মহিলা এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিওতে লক্ষাধিক ভিউ হয়েছে। অনেকেই সিংহ কোলে মহিলার সাহসের প্রশংসা করেছেন। আপনিও দেখুন সেই ভিডিও।