Advertisment

সিঁড়ির মতো মেঘ বেয়ে উঠছেন এক মহিলা...! অবাক করা প্রতিভায় মুগ্ধ বিশ্ব

স্কাইডাইভিংয়ের সময় জিমন্যাস্টিক! বছর শেষে তোলপাড় ফেলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update
viral, trending

স্কাইডাইভিংয়ের সময় জিমন্যাস্টিক! বছর শেষে তোলপাড় ফেলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

স্কাইডাইভিংয়ের সময় জিমন্যাস্টিক! বছর শেষে তোলপাড় ফেলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। অনেকেই হয়তো ভাববেন কীভাবে এটা সম্ভব? অসম্ভবকে সম্ভব করে দেখালেন ২৩ বছর বয়সি স্কাইডাইভার মাজা কুজিনস্কা।

Advertisment

ভিডিওটি দেখলে প্রাথমিকভাবে আপনার মনে হবে সে সিঁড়ির মতো মেঘ বেয়ে উঠছেন তিনি। ভিডিওটি দেখলে দেখা যাবে স্কাইডাইভিংয়ের সময় জিমন্যাস্টিক দেখাচ্ছেন তিনি।

ভিডিওটি X এর @ScienceGuys হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। একজন লিখেছেন- এটা কিভাবে সম্ভব? আরেকজন লিখেছেন- এটা ভিন্ন মাত্রার প্রতিভা।

viral
Advertisment