Advertisment

স্বামীর কথা রাখতে শুরু করলেন ওজন কমানো, মহিলার কঙ্কালসার চেহারা দেখে আঁতকে উঠবেন

ওজন ঝরানোর পর তার বর্তমান ওজন মাত্র ২২ কেজি।

author-image
IE Bangla Web Desk
New Update
Woman starves herself to 22kg, Woman starves herself for husband, plump cheeks, dieting karke kankal bani mahila, Woman starves herself to 22kg for husband, crash dieting, woman became skeleton, woman looses weight drastically, weight loss, how to loose weight on healthy way, odd news, strange news, weird news, viral on internet, ajab gajab, offbeat news, ajeebogarib, khabar hatke, zara hatke news, bizarre news, trending news

স্বামীর কথা রাখতে শুরু করলেন ওজন কমানো। শেষমেশ মহিলার কঙ্কালসার চেহারা দেখে আঁতকে উঠলেন নেটিজেনরা। এমনই এক মহিলার কাহিনী তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।

Advertisment

প্রতিটি মানুষের নিজস্ব কিছু পছন্দ-অপছন্দ আছে। আর সেই পছন্দ জোর করে কারুর ওপর চাপিয়ে দেওয়ার ফল যে কতটা মারাত্মক হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই রাশিয়ান মহিলা। স্কুল থেকেই ওজন কমিয়ে নিজেকে স্লিম এবং সিন্দর রাখতে চেয়েছিলেন। বিয়ের পর স্বামীর ইচ্ছার রাখতে ডায়েট করা শুরু করলেন। তার যে এমন পরিণাম হবে তা ঘুণাক্ষরেও টের পাননি ওই মহিলা। ওজন ঝরানোর পর তার বর্তমান ওজন মাত্র ২২ কেজি। একেবারে কঙ্কালসার চেহারা হয়েছে ওই মহিলার। বেলগ্রেডের বাসিন্দা ইয়ানা বোব্রোভা, যার উচ্চতা ৫.২ ফুট এবং ওজন মাত্র ২২ কেজি। তার উচ্চতা অনুযায়ী ওজন এতই কম যে তাকে একেবারে কঙ্কালসার দেখাচ্ছে।

মহিলা স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, ‘স্বামীর ইচ্ছা রাখতেই তার আজ এই ভয়ঙ্কর পরিণাম। এমনকী তিনি অপুষ্টির শিকার। যে কারণে তাকে চাকরিও হারাতে হয়। আত্মবিশ্বাসে ভয়ঙ্কর চিড় খেয়েছে ওই মহিলার। তিনি আরও বলেন, স্বামীর নির্দেশেই তিনি তার ওজন কমিয়ে ধীরে ধীরে কমিয়ে কঙ্কালে পরিণত হয়েছেন। মহিলার স্বামী তাকে কখনও বাধা দেয়নি।

viral
Advertisment