আমরা আইনজীবী… এভাবেই বসব', পা তুলে লোকাল ট্রেনের সিটে বসার প্রতিবাদ করায় দম্পতির মুখে এমন উত্তর শুনে রীতিমত অবাক এক সহযাত্রী। ট্রেনে বাসে যাতায়াতের সময় কিছু মানুষের কাণ্ডজ্ঞানহীন আচরণ আমাদের মাঝে মধ্যেই চোখে পড়ে। তেমনই এক ঘটনার সাক্ষী থাকল মুম্বইয়ের লোকাল ট্রেন। জানলার ধারে ট্রেনের সিটে পায়ের ওপর পা তুলে বসেছিলেন এক তরুণী। উল্টোদিকের সিটে বসা এক যাত্রী ঘটনার প্রতিবাদ জানালেই তরুণীর সটান জবাব, 'আমরা আইনজীবী… এভাবেই বসব'।
উত্তর শুনেই রীতিমত থ সহযাত্রী ওই যুবক। তিনি মোবাইল ফোন বের করে ঘটনা রেকর্ড করতে গেলে তরুণী ও তার সঙ্গে থাকা এক পুরুষবন্ধু সহযাত্রীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন একই সঙ্গে তাকে হুমকিও দিতে থাকেন। গোটা ঘটনা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গর্জে ওঠেন নেটিজেনরা। অন্যায় ভাবে লোকাল ট্রেনের সিটে পা তুলে বসার প্রতিবাদও জানান তারা।
সম্প্রতি মুম্বই লোকাল ট্রেনের একটি ভিডিও ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে এক যাত্রীকে দম্পতির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পরতে দেখা যায়। আসলে, লোকাল ট্রেনে সামনের সিটে পা ছড়িয়ে বসে ছিল এক তরুণী, তারই প্রতিবাদ করেন এক সহযাত্রী। এরপরেই তরুণীর সঙ্গে ওই যাত্রীর তর্ক শুরু হয়। ট্রেনে বসা সহযাত্রী তরুণীকে তার পা সরানোর জন্য আবেদন করলেও তিনি তাতে রাজি হননি। কারণ জানতে চাইলে তিনি বলেন, তিনি একজন আইনজীবী এবং পা ছড়িয়েই ট্রেনে বসবেন।
এই ঘটনার ভিডিও এখন ক্রমশ ভাইরাল হচ্ছে। অভিযোগকারী যাত্রী ঘটনাটি তার ফোনের ক্যামেরায় রেকর্ড করেন। পা ছড়িয়ে লোকাল ট্রেনে বসে থাকা ওই তরুণী ভিডিও'র শেষে তার সামনে থাকা যাত্রীর কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। যাত্রী টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন এবং ঘটনাটি মুম্বই পুলিশ এবং সেন্ট্রাল রেলওয়েকে ট্যাগ করেছেন।
এই ঘটনার পর মুম্বই পুলিশও গোটা ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এই পোস্টে মানুষজন প্রতিবাদে গর্জে উঠেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'আপনি যা করেছেন তা সঠিক।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'তিনি একজন আইনজীবী কিন্তু আদব-কায়দা কিছুই জানেন না। একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'এ ধরনের লোকদের ট্রেন থেকে ফেলে দেওয়া উচিত।' ভিডিওটি এখন পর্যন্ত হাজার হাজার মানুষ দেখেছেন।