আদর যত্নে খামতি নেই, কন্যা স্নেহেই গর্ভবতী পোষ্যের সাধ ভক্ষণ অনুষ্ঠান! ছবি এবং ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। আর এমন ঘটনা সামনে আসতেই মহিলার উদারতাকে কুর্নিশ জানিয়েছে তামাম নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া মানেই চমক। নানান মজার এবং অনুপ্রেরণামূলক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি যে ভিডিও নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে তা হল সাধের পোষ্যের সাধভক্ষণ অনুষ্ঠানের ভিডিও। ধুমধাম করে নিজের প্রিয় সারমেয়র সাধ ভক্ষণ অনুষ্ঠানের ভিডিও মন ছুঁয়ে গিয়েছে লাখ মানুষের। আর যিনি এই কাজটি করেছেন তার নাম সুজাতা ভারতী। সাধভক্ষণের ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করতেই সেটি ভাইরাল।
Advertisment
হবু মায়ের সাধের অনুষ্ঠান বলে কথা, তিলক-মালায় সেজে সাধের দিন আসন গ্রহণ করল প্রিয় পোষ্য। লাইম লাইটে আসার তেমন কোন ইচ্ছা ছিল না সুজাতার। নেহাত আনন্দের ঝোঁকেই প্রিয় পোষ্যের সাধভক্ষণের অনুষ্ঠানের কিছু ছবি এবং ভিডিও আপলোড করেন নিজের ইন্সটা অ্যাকাউন্টে। আর মুহূর্তেই তা মন ছুঁয়ে যায় লাখ মানুষের। সাধের অনুষ্ঠানে মায়ের গায়ে জড়ানো হলুদ আর সবুজ রঙের নতুন শাল। গলায় রং-বেরঙের রকমারি ফুলের মালা, কপালে তিলক। সামনে সাজানো জিভে জল আনা নানা রকমারি পদ। এভাবেই ধুমধাম করে নিজের প্রিয় সারমেয়র সাধ পালন করেছেন সুজাতা ভারতী নামে মহিলা। সাধভক্ষণের ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করতেই সেটি ভাইরাল।
ভিডিওটি পোষ্ট করে সুজাতা লিখেছেন, “বেবি শাওয়ার ফর মাই কিউটি”। ভিডিওতে দেখা যাচ্ছে পরম যত্নে সন্তান স্নেহে নিজের পোষ্যের সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। অনুষ্ঠানে কোথাও কোন খামতি রাখেননি তিনি। যাবতীয় আয়োজন সবটাই করেছেন একেবারে নিজের হাতে। সঙ্গে রয়েছে আদর ভালবাসা আর আগামীর শুভেচ্ছা। এত কিছুর আচার-অনুষ্ঠানের মধ্যেও কুকুরটিও ধৈর্য ধরে বসে রয়েছে। হবু মায়ের সাধের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হতেই তা ইতিমধ্যে ৫ লক্ষের বেশি ভিউ হয়েছে। সঙ্গে অজস্র মন্তব্য সামনে এসেছে। সকলেই মহিলার মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন।