হিংস্র সিংহকে ছুঁয়ে দেখার স্পর্ধা, তরুণীর কাণ্ডে আঁতকে উঠলো নেটপাড়ার মানুষজন

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে, যা দেখে মানুষজন একেবারে শিউরে উঠেছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে, যা দেখে মানুষজন একেবারে শিউরে উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
woman touched lion,lion,Lion Viral Video,Lioness,lioness attack,lioness attack woman,woman touched lion in front of lioness,shocking video,Trending Videos,viral video,animals video,lion video,wild life animal,Wild,wild life video,Amazing Video,Shocking Video,hilarious video,Scary video,News today,Breaking News"

হাড়হিম ভিডিও ভাইরাল

হিংস্র সিংহকে ছুঁয়ে দেখার স্পর্ধা, তরুণীর কাণ্ডে কপালে ঘাম জমেছে নেটিজেনদের। রিল বানানোর চক্করে আজকাল তরুণ প্রজন্ম নিজেদের জীবনের পরোয়া করে না। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আদায় করতে এমন কিছু কাজ তারা করেন যা দেখে আপনার আত্মা কেঁপে উঠতে বাধ্য। সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে এক তরুণীকে জঙ্গলের মধ্যে বসে থাকা দুটি সিংহে ছুঁয়ে দেখার স্পর্ধা দেখাতে দেখা গিয়েছে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহুর্তেই ছড়িয়ে পড়েছে। যা দেখে ঘাম ছুটেছে নেটিজেনদের।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে হঠাৎ এক তরুণী সিংহের কাছে এসে সিংহকে স্পর্শ করার ভুল করে। তরুণীকে সিংহের থেকে ঢিল ছোঁড়া দুরত্বে বসে তাকে আদর করতে দেখা যায়। আর হঠাৎ করে মাংসের স্বাদ পেয়ে সিংহ তেড়ে যায় তরুণীর দিকে। তার পরে কী হল আপনি নিজেই এই ভিডিওতে সেটা দেখুন। তরুণীকে হঠাৎ করে উঠতে দেখে সিংহও তার পিছনে দৌড়াতে শুরু করে এবং ভিডিওটি শেষ হয়।

Advertisment

জানা গিয়েছে ভিডিওটি দক্ষিণ আফ্রিকার। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে, যা দেখে মানুষজন একেবারে শিউরে উঠেছে। মাত্র ১৩ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত আড়াই লাখের বেশি বেশি ভিউ পেয়েছে, যেখানে হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। ভিডিও দেখে একজন ব্যবহারকারী লিখেছেন, 'মেয়েটি কি বেঁচে আছে নাকি সিংহী তাকে ঠাট্টা করতে করতে মেরে ফেলেছে?' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'আমি দেখতে চাই এরপর কী হয়েছে।'

Viral Video