New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_66fec7.jpg)
প্রেসার কুকার দিয়েই জামা কাপড় ইস্ত্রি করছেন এক তরুণী। এমন কীর্তি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
প্রেসার কুকার দিয়েই জামা কাপড় ইস্ত্রি করছেন এক তরুণী। এমন কীর্তি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
প্রেসার কুকার দিয়েই জামা কাপড় ইস্ত্রি করছেন এক তরুণী। এমন কীর্তি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
সারা বিশ্বে এমন অনেক মানুষ আছেন যাদের অদ্ভুত কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই সব কর্মকাণ্ড দেখে নিজের চোখকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। সম্প্রতি, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে স্তম্ভিত নেটপাড়ার মানুষ। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেসার কুকার দিয়েই জামা কাপড় ইস্ত্রি করছেন এক তরুণী। এমন কীর্তি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটি গরম প্রেসার কুকারকে কাজে লাগিয়ে জামা কাপড় ইস্ত্রি করছেন। মেয়েটির এই কীর্তি দেখে হাসির রোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ভিডিওর শুরুতে,দেখা যাচ্ছে প্রেসার কুকারের সিটি পরার সঙ্গে সঙ্গে মেয়েটি ইন্ডাকশন থেকে কুকারটিকে তুলে ঘরে চলে আসেন। কুকারকে কাজে লাগিয়ে তরুণীকে জামাকাপড় ইস্ত্রি করতে দেখা যায়।
प्रिय दीदी जी को दंडवत प्रणाम 🙏 pic.twitter.com/ux2XkGpMSX
— Shubhangi Pandit (@Babymishra_) March 12, 2024
১৭ সেকেন্ডের মজার এই এই ভিডিওটি X-এ @Babymishra_ নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ দেখেছেন, যেখানে ৬০০ মানুষ ভিডিওটিতে লাইক করেছেন। ভিডিওটিতে ব্যবহারকারীরা নানান প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'সৃজনশীলতাকে স্যালুট'।