মায়ের কথা শুনে সাড়া দিল কোমায় থাকা মেয়েটি। তা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না মা। কীভাবে ঘটল এই অলৌলিক ঘটনা? প্রশ্ন চিকিৎসকমহলেও।
Advertisment
মায়ের একটি কৌতুক শুনে হঠাৎ হেসে উঠে কোমায় থাকা মেয়ে। আমেরিকার মিশিগানে এমনই এক চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। আসলে মেয়েটি মা তাঁর সঙ্গে দেখা করতে রোজই হাসপাতালে আসেন। মায়ের ডাকে এভাবে সাড়া দিতে দেখে এটা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরাও।
রিপোর্ট অনুযায়ী, জেনিফার ফ্লেওয়েলেন ২০১৭ সালে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি কোমায় চলে গেছে। এরপর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কোমা থেকে বেরিয়ে আসার কোনো আশা না থাকা সত্ত্বেও, জেনিফারের মা রোজই হাসপাতালে মেয়েকে দেখতে আসতে। মেয়ের সঙ্গে কথাও বলতেন। হাসি-মজার নানা কথা মেয়েকে শোনাতেন মা।
একদিন জেনিফারের মা হাসপাতালে মেয়ের সঙ্গে দেখা করতে আসেন। মেয়ের সঙ্গে মজার কিছু কথা শেয়ার করেন। কিছু সময় পরই তিনি হেসে উঠেন। মেয়েকে হাসতে দেখে মা নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে ডাক্তারদের ডাকেন।
চিকিৎসক রালফ ওয়াং, যিনি জেনিফারের চিকিৎসার দায়িত্বে ছিলেন তিনি কোমা থেকে বেরিয়ে আসাকে বিরল ঘটনা বলেই উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এই মায়ের ডাকে মেয়ে সাড়া দিয়ে কোমা থেকে ফিরে এসেছে। মেয়ের এই হাসি তার সম্পূর্ণ সুস্থতার এক গুরুত্বপূর্ণ দিক।
ইন্সটাগ্রামে 'পিউবিটি' হ্যান্ডেল দিয়ে জেনিফারের হাসিখুশি ছবি সহ একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা জেনিফারের সুস্থ হয়ে উঠার ঘটনা বিশ্বাস করতে পারছেন না। এখন পর্যন্ত এই পোস্টে পাঁচ লাখ মানুষ লাইক করেছেন এবং এক হাজারের বেশি মানুষ মন্তব্য করেছেন। ব্যবহারকারীরা বলছেন যে অলৌকিক এক ঘটনা।