New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/aircraft_1200_insta_copy_759x422.jpg)
প্রচন্ড গরম লাগছে। তাই প্লেনের ইমারজেন্সি এক্সিট ডোর খুলে সরাসরি ডানায় উঠে পড়লেন মহিলা। যা দেখে তাজ্জব সবাই। তারপরেই তাঁকে বিমান কর্তৃপক্ষের তরফে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে।
ঘটনাটি কিয়েভের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে সেই মহিলা এরোপ্লেনের ডানায় নিরুদ্বিগ্নভাবে বসে রয়েছেন। তারপরেই ভিতরে চলে যান। 'দ্য সান' পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বোয়িং ৭৩৭-৮৬এন বিমানটি তুরস্ক থেকে কিয়েভে ল্যান্ড করার পরেই ঘটনাটি ঘটে। বিমানের কর্মীরা মহিলাকে ভিতরে আসতে বলার পরেই দুই সন্তানের মা সেই মহিলার জবাব, "ভিতরে প্রচন্ড গরম তাই একটু হওয়ার জন্য এসেছি।"
আরও পড়ুন মহিলার মুখ থেকে বেরোল ৪ ফুট সাপ, ভয়ে শিহরিত সবাই, রইল ভিডিও
শুধুমাত্র সহযাত্রীদের নয়, তার নিজের সন্তানরাও অবাক হয়ে গিয়েছে মা-এর কাণ্ডে। একজন সহযাত্রী দ্য সান-কে বলেছেন, "একদম শেষ প্রান্ত থেকে আপদকালীন দরজা পর্যন্ত হেঁটে আসেন উনি। তারপরে দরজা খুলে ডানায় চড়ে বসেন। সেই সময় ওঁর দুজন সন্তান আমার পাশে ছিল। ওরাও অবাক হলে বলে, আরে এ তো আমাদের মা!"
এরপরেই বিমানের নিরাপত্তা ও সুরক্ষাবিধি ভঙ্গ করার দায়ে কালো তালিকাভুক্ত করে ফেলা হয় সেই মহিলাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন