New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-10.jpg)
দেশি লুকে রোমের রাস্তায়
বিদেশের মাটিতে শাড়ি পরে এভাবে আত্মবিশ্বাসের সঙ্গে রাস্তায় ঘুরে বেড়ানোর তারিফ করেছেন সকলেই।
দেশি লুকে রোমের রাস্তায়
কথায় আছে শাড়িতেই নারী। অনেক মহিলারা শাড়ি পরতে বেশ ভালবাসেন। সেই সঙ্গে ভালবাসেন নিজেকে ভারতীয় হিসাবে সকলের সামনে মেলে ধরতে। সম্প্রতি এমনই এক ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। রোমের রাস্তায় শাড়ি পরে হাঁটতে দেখা গিয়েছে এক ভারতীয় মহিলাকে। শাড়ি পরে তাকে রোমের রাস্তায় দেখে সকলেই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। তা সত্ত্বেও মহিলা বেশ আত্মবিশ্বাসী। আর তার এই দারুণ স্টাইল’ই নজর কেড়েছে সকলের। বিদেশের মাটিতে দেশের ঐতিহ্য-সংস্কৃতিকে মেলে ধরাতে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে নেটদুনিয়া জুড়ে। জানা গিয়েছে মহিলার নাম পল্লবী রাজ। তিনি পেশায় একজন ডিজিট্যাল ক্রিয়েটর।
শাড়ি পরে রোমের রাস্তায় হেঁটে পল্লবী ঝড় তুলেছেন নেটদুনিয়ায়। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তাকে একটি গোলাপী শাড়ি পরে রোমের রাস্তায় হাঁটতে দেখা যায়। এর আগে অনেক মহিলাকেই শাড়ি পরেই ফুটবল মাঠ থেকে স্টান্ট এমনকী জিম করতেও দেখা গিয়েছে। এবার বিদেশের মাটিতে শাড়ি পরে এভাবে আত্মবিশ্বাসের সঙ্গে রাস্তায় ঘুরে বেড়ানোর তারিফ করেছেন সকলেই।
বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে একেবারে দেশি গার্ল লুকেই ধরা দিয়েছে পল্লবী। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে শাড়ি পরে হেঁটে যাওয়ার সময় দর্শকরা হাততালি দিচ্ছেন। পল্লবীর শেয়ার করা ভিডিওটি ৫০ লক্ষের বেশি ভিউ হয়েছে।
ভিডিও শেয়ার করে ক্যাপশনে পল্লবী লিখেছেন, ‘আমি যখন রোমে শাড়ি পরতাম তখন সেখানের লোকেরা কেমন প্রতিক্রিয়া দিয়েছিল! আমি আমার প্রথম বার্ষিকী উপলক্ষ্যে শাড়ি পরে রোমের রাস্তায় ঘুরেছি। আমার পোশাকের প্রতি সেদেশের মানুষের প্রতিক্রিয়া ক্যাপচার করার কথা ভেবেছিলাম,”।
এক ইউজার লিখেছেন, “আজকের বিশ্বে বিশেষ করে ভারতে যখন সবাই পশ্চিমী সংস্কৃতিকে আপন করার চেষ্টা করছে তখন এই ধরণের ভিডিওগুলি আমাদের আজও ভারতীয় হিসাবে গর্বিত করে”।
অপর এক ইউজার লিখেছেন, “আমার মা এক মাসের জন্য পুরো ইউরোপ (মিলান, ভেনিস, রোম, ভ্যাটিকান, সুইজারল্যান্ড) ঘুরেছিলেন এবং শুধুমাত্র সিল্কের শাড়ি পরেই। তিনি শাড়িতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন”।