New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-51.jpg)
এই ফ্যাশন সেন্স চমকে দিয়েছে সকলকেই।
সম্প্রতি এক মহিলার লেস্টেস্ট ফ্যাশন সেন্স ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
এই ফ্যাশন সেন্স চমকে দিয়েছে সকলকেই।
ব্লাউজ ডিজাইন চমকে দিল লক্ষ লক্ষ মানুষকে। মুহূর্তেই ভাইরাল হল মহিলার এক ইউনিক ডিজাইনের ব্লাউজ। ভিডিওতে এক মহিলাকে সাদা শাড়িতে দেখা যাচ্ছে। তবে নিয়মিত কাপড়ের ব্লাউজের বদলে মেহেন্দির তৈরি ব্লাউজ পরেছেন তিনি। আর তার এই ফ্যাশন সেন্স চমকে দিয়েছে সকলকেই।
চলছে বিয়ের সিজন। বিয়ের পার্টিতে সেরা লুকের মাধ্যমে সকলের নজর কাড়তে কে না চায়। সম্প্রতি এক মহিলার লেস্টেস্ট ফ্যাশন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা বিয়ের পার্টিতে শাড়ির সঙ্গে এমন ব্লাউজ পরে এসেছিলেন, যা দেখে অবাক হয়েছিলেন মানুষ জন। তরুণীর অদ্ভুত ফ্যাশন দেখে মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। একই সময়ে, এই স্টাইলিশ লুক মন জিতে নিয়েছে অনেকেরই।
আসলে, মেহেন্দি দিয়ে তৈরি ব্লাউজের এই ভিডিও ইন্টারনেটে তোলপাড় করছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে ওই মহিলাকে সাদা শাড়িতে দেখা যাচ্ছে। তবে কাপড়ের তৈরি ব্লাউজের বদলে মেহেদির তৈরি ব্লাউজ পরেছেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে @thanos_jatt নামে একজন ব্যবহারকারী শেয়ার করেছেন, যা এখন পর্যন্ত ৬ মিলিয়নেরও বেশি লোক পছন্দ করেছেন। ভিডিওটি নিয়ে অনেকের প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, 'বিশ্বাস করতে পারছি না এটি একটি মেহেন্দি ডিজাইন।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'কমেন্ট পড়ে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি।' একই সঙ্গে এক ব্যবহারকারী লিখেছেন, 'পৃথিবীতে প্রতিভার অভাব নেই।'