Advertisment

ওয়াশিংটন মনুমেন্টের বাইরে ভরতনাট্যম পারফরম্যান্স, বিশ্বদরবারে ফুটে উঠল ভারতীয় সংস্কৃতি

ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকে, নাচের পারফরম্যান্সের ভিডিওটি ৮ লাখেরও বেশি ভিউ হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bharatanatyam, washington dc, washington monument, viral video, dance video, instagram, trending, trending stories

ওয়াশিংটন মনুমেন্টের বাইরে ভরতনাট্যম পারফরম্যান্স, বিস্মিত নেটিজেনরা।  ভিডিও ভাইরাল হতেই এক ইউজার লিখেছেন, " আপনি আপনার শিল্পের মাধ্যমে, আমাদের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরেছেন। শাস্ত্রীয় নৃত্যের প্রতি আপনার এই ভালবাসা প্রশংসনীয়!"

Advertisment

ইন্টারনেটে প্রতিদিন অনেক নাচের পারফরম্যান্স ভিডিও ভাইরাল হয়। তাদের মধ্যে কিছু হয়ত সত্যি খুবই ভাল পারফরম্যান্স যা মানুষের মন ছুঁয়ে যায়। হাজার হাজার ভিউ এবং লাইক পায় সেই ভিডিও। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে এক মহিলাকে ওয়াশিংটন মনুমেন্টের বাইরে ভরতনাট্যম প্রদর্শন করতে দেখা যায়।

ইনস্টাগ্রামে ভরতনাট্যম শিল্পী স্বাতী জয়শঙ্করের শেয়ার করা ক্লিপে গানের সুরে একটি ঐতিহ্যবাহী ভারতীয় নৃত্য পরিবেশন করতে দেখা যায় শিল্পীকে। তার চারপাশে জড়ো হওয়া লোকজনকেও তার এই নাচ উপভোগ করতে দেখা যায়। জয়শঙ্করের শেয়ার করা পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "ওয়াশিনটন ডিসিতে সফরের সময় স্বতঃস্ফূর্ত কোরিওগ্রাফি!

ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকে, নাচের পারফরম্যান্সের ভিডিওটি ৮ লাখেরও বেশি ভিউ এবং ৫০ হাজারের বেশি লাইক পেয়েছে। কমেন্ট বক্সও শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ভিডিওটি দেখে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "বাহ! অনবদ্য পারফরমেন্সে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।" অপর এক ইউজার লিখেছেন, "আপনার শিল্পের মাধ্যমে, আপনি আমাদের সংস্কৃতিকে তুলে ধরেছেন বিশ্বদরবারে। শাস্ত্রীয় নৃত্যের প্রতি আপনার ভালবাসা সত্যিই প্রশংসনীয়!"

Viral Video
Advertisment