Advertisment

রানাঘাট স্টেশনে এই মহিলার গলায় গান শুনে তাজ্জব নেটপাড়া

কমেন্টের ঝড় উঠছে তার ভিডিওতে। যেখানেই অনেকেই উল্লেখ করেছে তার কণ্ঠ মন ছুঁয়ে গেছে। অনেকে আবার লতা মঙ্গেশকারের সঙ্গে ওই মহিলার তুলনাও করে বসেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রানাঘাট স্টেশনে এক কর্মী গান গেয়ে রীতিমতো মন কেড়েছে নেট নাগরিকদের। তাঁর গলায় লতা মঙ্গেশকারের গাওয়া "এক প্যায়ার কা নাগমা" গানটি শুনে তাজ্জব বনেছে সোশ্যাল মিডিয়া। কমেন্টের ঝড় উঠছে তার ভিডিওতে। যেখানেই অনেকেই উল্লেখ করেছে তার কণ্ঠ মন ছুঁয়ে গেছে। অনেকে আবার লতা মঙ্গেশকারের সঙ্গে ওই মহিলার তুলনাও করে বসেছেন।

Advertisment

ভিডিওটি পোস্ট করেছেন বরপেতা টাউন নানে একটি পেজ। যেখানে দেখা যাচ্ছে রানাঘাট স্টেশনে বসে একনাগারে লতা মঙ্গেশকারের গাওয়া গান গেয়ে চলেছেন। যাত্রীদের কোলাহল ও ট্রেনের প্রকট হর্নের আওয়াজকেও ছাপিয়ে গেছে তার কণ্ঠ। ফেসবুকের দৌলতে 'আননোন নাইটঅ্যাঙ্গেল' তকমা জুটেছে তাঁর কপালে।

১৯৭২ সালের 'শোর' ছবিতে  লতা মঙ্গেশকরের গলায় এই ক্লাসিক হিন্দি গান জনপ্রিয় হয়েছিল। এখনও পর্যন্ত ২০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন এই ভিডিও এবং প্রশংসা পঞ্চমুখ হয়েছেন এই মহিলার। কালজয়ী সেই গানে নেটদুনিয়ার মন কেড়েছেন এই মহিলা। আপাতত সোশাল নেটওয়ার্কিং সাইটগুলিতে ট্রেন্ডিং তিনিই।

viral
Advertisment