New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-285.jpg)
ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যবহারকারীরাও ক্রমাগত মন্তব্য করছেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যবহারকারীরাও ক্রমাগত মন্তব্য করছেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যবহারকারীরাও ক্রমাগত মন্তব্য করছেন।
বাসের সিটে বসা নিয়ে বচসা, চুল টেনে মাটিতে ফেলে বেদম মার - ভিডিও ভাইরাল।
ট্রেনে-বাসে আসন নিয়ে সহযাত্রীদের মধ্যে হামেশাই হাতাহাতির ঘটনা ভাইরাল হয়। আজকের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে বাসের সিটে বসার জন্য দুই মহিলার মধ্যে তুমুল বচসা হয়। তারপর চুল ধরে টেনে মাটিতে ফেলে চলে একের পর এক কিল-চড়-ঘুসি-লাথি।
বাসের সিটে বসার জন্য দুই মহিলার মধ্যে তুমুল লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে। লড়াইয়ে এক মহিলা অন্য মহিলার চুল ধরে সজোরে টানতে থাকে্ন। এর আগেও বহুবার বাসে-ট্রেনে মহিলাদের আসন নিয়ে মারামারির ঘটনা সামনে ঘটেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি কর্ণাটকের বলেই দাবি করা হচ্ছে। এই ভিডিওতে দুই মহিলাকে একে অপরের চুল ধরে থাকতে দেখা যাচ্ছে। যেখানে একজন মহিলা সিটে বসে আছেন এবং অন্য মহিলা দাঁড়িয়ে আছেন। এর পর এক ব্যক্তি এসে দুজনকে সরিয়ে নিয়ে যান।
Kalesh b/w Two Woman inside KSRTC bus over seat issues in Tumkur, karnataka pic.twitter.com/GK6wy9yBcN
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 24, 2023
এই ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যবহারকারীরাও ক্রমাগত মন্তব্য করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'ফ্রি টিকিট নয়, বিনামূল্যে শিক্ষার প্রয়োজন'। এর আগেও সবজি কিনতে গিয়ে মহিলাদের মধ্যে এভাবে মারামারির ভিডিও ভাইরাল হয়েছে।