scorecardresearch

ভাষা-সুরের সেরা মেলবন্ধন, সোশ্যাল মিডিয়ায় ‘ডুয়েট ঝড়ে’র ম্যাজিক

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে ২ তরুণীকে মারাঠি এবং রাজস্থানী ভাষায় দুটি ভিন্ন গান পরিবেশন করতে দেখা গিয়েছে।

Viral. Trending, viral song video, Marathi, rajasthani song

সোশ্যাল মিডিয়া মানেই চমক আর অসাধারণ প্রতিভা প্রদর্শনের প্ল্যাটফর্ম। সোশয়াল মিডিয়ার মাধ্যমেই বিশ্বের সামনে ফুটে ওঠে সাধারণের তাক লাগানো সব অসাধারণ প্রতিভা। সোশ্যাল মিডিয়ায় মানুষজন হামেশাই নাচের অথবা গানের ভিডিও শেয়ার করেন। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে ২ তরুণীকে মারাঠি এবং রাজস্থানী ভাষায় দুটি ভিন্ন গান পরিবেশন করতে দেখা গিয়েছে। এই ভিডিওটি নেটিজেনরা বেশ পছন্দ করছেন।

এই ভিডিওটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী @songbirdtunes  থেকে শেয়ার করা হয়েছে।  ভিডিওটিতে দেখা যায়, দুই তরুণী ট্রাডিশ্যানাল পোশাকে একজনকে ‘রেশমছায়া রেগানি’ গাইতে শোনা যায় এবং অন্যজনকে ‘বান্না রে’ গাইতে শোনা যায়। দুজনের সুরেলা কন্ঠ নেটিজেনদের মুগ্ধ করেছে। এই ভিডিওটি ১৫ জানুয়ারি নেটদুনিয়ায় শেয়ার করা হয়েছিল।

আপলোড হওয়ার পর থেকেই ভাইরাল হয়ে গেছে। আজ অবধি, ভিডিওটি ১.৮ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং রোজই এই সংখ্যা বেড়েই চলেছে। ভিডিওটি মন্তব্য’র ঝড়ে ভরে গিয়েছে।  ইনস্টাগ্রাম কমেন্ট সেকশনে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ফ্যান্টাস্টিক এবং খুব ইন্টারেস্টিং।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘ফ্যান্টাস্টিক। গানের আশ্চর্য সমন্বয়।’ তৃতীয় একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেছেন, ‘সুন্দর ফিউশন। এটাই আমার ভারত। বৈচিত্র্যময় কিন্তু এক… এটা চালিয়ে যান। অনেক ভালবাসা।” চতুর্থ ব্যবহারকারী লিখেছেন, “প্রথমবার শুনে আমি হতবাক।” হার্ট এবং ফায়ার ইমোজি ব্যবহার করে আরও অনেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Women sang together in marathi and rajasthani language won people hearts