New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-43.jpg)
মা'ই ঈশ্বর! মা সন্তানের ভালবাসার বন্ধন কারুরই অজানা নয়
মা'ই ঈশ্বর! মা সন্তানের ভালবাসার বন্ধন কারুরই অজানা নয়।
মা'ই ঈশ্বর! মা সন্তানের ভালবাসার বন্ধন কারুরই অজানা নয়
মায়ের ভালোবাসার এক অনন্য উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভিডিওতে রাস্তার ধারে এক মা'কে ফল বিক্রি করতে করতেই সন্তানকে পড়াতে দেখা যাচ্ছে। ভিডিও দেখে সকলেই মহিলার দক্ষতাকে স্যালুট জানিয়েছেন।
মা'ই ঈশ্বর! মা সন্তানের ভালবাসার বন্ধন কারুরই অজানা নয়। সন্তানের সুখের মাকে প্রাণপাত করার অজস্র ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে। কঠিন সময়ে একজন মা সকল শক্তিকে কাজে লাগিয়ে সব বিপদ থেকে সন্তানকে রক্ষা করেন। মা ঈশ্বরের সৃষ্টি করা ভালোবাসার এমন এক মূর্ত প্রতীক যিনি তার সন্তানদের জন্য সবকিছু করতে প্রস্তুত। মায়ের ভালোবাসার এক চমৎকার উদাহরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে একজন মা তার সন্তানদের জন্য জীবনের সকল কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে প্রস্তুত।
যদি আত্মবিশ্বাস এবং মনে সাহস থাকে তবে সকল দুর্বলতাকে শক্তিতে পরিণত করে বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করতে পারেন। একজন মা যিনি নিজে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন। কিন্তু তিনি চান সন্তানদের মানুষ করে তুলতে। তাদের একটি ভালো জীবন উপহার দিতে। রাস্তার ধারে ফল বিক্রি করতে করতেই নিজের সন্তানকে পড়াতে দেখে আবেগে ভেগে গিয়েছেন নেটিজেনরা।
आज कैप्शन के लिये मेरे पास शब्द ही नहीं हैं..!!
💕#मां #Respectfully 🙏 pic.twitter.com/8A3WEFmAMg— Sanjay Kumar, Dy. Collector (@dc_sanjay_jas) August 29, 2023
ভাইরাল হওয়া ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে মা, রাস্তার পাশে ঠেলা গাড়িতে ফল বিক্রি করছেন। সেই সঙ্গে তিনি তার সন্তানদের সেখানেই পড়াচ্ছেন। অভাবী মহিলার এমন উদ্যোগ মন ছুঁয়ে গিয়েছে সকলের।