scorecardresearch

বড় খবর

অদ্ভুত কাণ্ড! ফোনের লক খুলতে প্রয়োজন হল না আঙুল স্পর্শের

এই কায়দাতেই খুলে যায় ফোনের লক। যা দেখে তাজ্জব নেট দুনিয়া। এতেই শেষ নয়, এরপর ক্যামেরা খোলে সে।

হাত না দিয়েই খুলে ফেললেন ফোনের লক। জানেন কোন প্রযুক্তি ব্যবহার করেছে সে? শুনলে ঘেন্না হতে পারে। কিন্তু যুবতীর এমন উদ্ভট পদ্ধতি দেখে চমকে গিয়েছে সোশাল মিডিয়া।

সংবাদ মারফত জানা গেছে, ভিডিয়োটি মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জিয়া প্রদেশের যুবতীর নাম জেসিকা। তিনি যেভাবে ফোনটি আনলক করলেন তার ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়।

আরও পড়ুন:মুখেই তারস্বরে বাজছে ট্রাক বাসের হর্ন, শুনে চমকে গেছে সোশাল মিডিয়া

ভিডিয়োতে দেখা যাচ্ছে, টেবিলে রাখা রয়েছে ফোন। দুই হাত পিছনে রেখে ফোনের কাছে মুখ নিয়ে লক অনুযায়ী তাতে থুতু ফেলছেন যুবতী। তবে থুতু ফেলাতে রয়েছে এক কায়দা। ফোনের কি প্যাডে স্পর্শ করার পর থুতু মুখে টেনে নিচ্ছেন, আবার পরবর্তী সংখ্যায় গিয়ে থুতু স্পর্শ করছেন। এই কায়দাতেই খুলে যায় ফোনের লক। যা দেখে তাজ্জব নেট দুনিয়া। এতেই শেষ নয়, এরপর ক্যামেরা খোলে সে।

ভিডিওটি টিকটকে বুলেটের গতিতে ভাইরাল হওয়া শুরু করেছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Women use spit to open phone lock viral video