scorecardresearch

ট্যাটু প্রেমে ভোলবদল, মহিলার কাহিনী চমকে দেবে

২৬ বছর ধরে একটানা ট্যাটু করিয়ে আসছেন এই মহিলা

Daravani mahila, Women with tattoo, Bhootni mahila, tattoo in whole body of this lady, tattoo, tattoo lady, Weird news, ajab-gajab news, viral news, viral video, google trends, today trending news, today viral news, tatoo industry,

পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছেন। তাদের শখও আলাদা-আলাদা। অনেকেই আছেন যারা খাওয়া-দাওয়া করতে বেশি পছন্দ করেন, আবার কারুর কারুর মধ্যে রয়েছে বেড়ানোর শখ। অন্যদিকে, কেউ কেউ সাজতে ভালবাসেন তো কেউ লেস্টেস্ট ফ্যাশানকেই নিজের শখে পরিণত করেছেন। কারুর ঘড়ির শখ তো কেউ কেউ জুতোর শখ করে থাকেন। মানুষ ভেদে শখের রমকভেদ আলাদা আলাদা। তবে অনেকেই আছে যারা শখকে তাদের অভ্যাসে পরিণত করে ফেলেন।

তেমনই এক মহিলার কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই মহিলার ট্যাটু করানোর শখ রীতিমত অভ্যাসে পরিণত হয়েছে। মহিলার নাম মেলিসা স্লোয়ান এবং তার বয়স ৪৬ বছর। এই মহিলা তার শরীরের প্রতিটি অংশে ট্যাটু করিয়েছেন।  মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মেলিসা স্লোয়ান ২০ বছর বয়স থেকে তার শরীরে ট্যাটু করাচ্ছেন। তিনি ট্যাটু করাতে এতই পছন্দ করেন যে তিনি ২৬ বছর ধরে একটানা ট্যাটু করিয়ে আসছেন। শরীরের প্রতিটি অংশে তার ট্যাটু করিয়ে নিজেকে ভয়ঙ্কর করে তুলেছেন এই মহিলা।

তাকে দেখতে এতটাই আলাদা লাগে যে মানুষজন তাকে ভিনগ্রহের জীব বলেও ভাবতে শুরু করেন মাঝে মধ্যেই। মেলিসা বলেছেন যে আগে যখন লোকেরা তার দিকে তাকিয়ে থাকত তখন তাকে অদ্ভুত লাগত কিন্তু এখন সবটাই অভ্যাস হয়ে গিয়েছে।  মেলিসা স্লোয়ান সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন। এছাড়া তিনি ৭ সন্তানের জননী।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Women with tattoo