/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-58.jpg)
আপনি কি জানেন বিশ্বের বৃহত্তম জাদুঘর সম্পর্কে? যদি না জেনে থাকেন তাহলে আজই জেনে নিন বিশ্বের বৃহত্তম জাদুঘর সম্পর্কে অজানা নানান তথ্য। প্রাচীন পুরাকীর্তি, ইসলামিক আর্ট, ভাস্কর্য এবং আলংকারিক শিল্প-এর প্রতি মানুষের আগ্রহ ও জানার শেষ নেই। আর সেই আগ্রহের বশেই জাদুঘরে ভ্রমণ করেছেন প্রায় সকলেই। কিন্তু আপনি কী জানেন বিশ্বের মধ্যে বৃহত্তম জাদুঘর কোনটি?
এই জাদুঘরের নাম Musée du Louvre. এই জাদুঘরটিও অনেক পুরনো। মোনালিসা ও ভেনাস ডি মিলোর বিখ্যাত চিত্রকর্ম এই জাদুঘরে রাখা আছে। এই জাদুঘরটি এত বড় যে আপনি এটি একদিনে দেখে শেষ করতে পারবেন না। এটি দেখতে বেশ কয়েক দিন সময় লাগে। জাদুঘরটির আয়তন ৬৬০০ বর্গফুট। তথ্য অনুসারে ১৭৯৩ সালে এই জাদুঘরটির নির্মাণ কাজ শেষ হয়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-59.jpg)
২০২২ সালে প্রায় ৯০ লক্ষ মানুষ এই জাদুঘর ঘুরে দেখেছেন। জাদুঘরটি প্যারিসে অবস্থিত। প্রাচীন ভাস্কর্য, প্রাচীন শিল্প, অঙ্কন, পেইন্টিং এবং প্রত্নতাত্ত্বিক সন্ধানের আশ্চর্য নিদর্শন রয়েছে এই জাদুঘরে। এই জাদুঘরে রয়েছে ৩ লাখ ৮০ হাজারের বেশি প্রাচীন সামগ্রী। এই জাদুঘরের নিরাপত্তার জন্য সর্বদা হাজার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন থাকেন। তাদের হাতে আধুনিক অস্ত্র। েই জাদুঘরের নিরাপত্তা এতটাই আঁটসাঁটও যে এই জাদুঘর থেকে কোন কিছু চুরি করাও প্রায় অসম্ভব।