বিশ্বের সবচেয়ে বড় সিঙ্গারা...!তোলপাড় ফেলা ভিডিও ভাইরাল

এত বড় সিঙ্গারা খেয়ে মানুষকে চমকে দিয়েছেন এই যুবক।

এত বড় সিঙ্গারা খেয়ে মানুষকে চমকে দিয়েছেন এই যুবক।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral news, viral video, viral bada samosa, big samosa, samosa viral video, viral video today, big samosa,,

বিশ্বের সবচেয়ে বড় সিঙ্গারার ভিডিও ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্লেটে একটি বিশালাকারের সিঙ্গারা নিয়ে বসে আছেন এক যুবক। ভিডিওতে স্পষ্ট দেখা যায় এই সাধারণ সিঙ্গারা থেকে আকারের বেশ বড় এই সিঙ্গারা। এত বড় সিঙ্গারা খেয়ে মানুষকে চমকে দিয়েছেন এই যুবক।

Advertisment

সোশ্যাল মিডিয়ার জগত মানেই বৈচিত্র্যে ভরা। এবার বিশ্বের সবচেয়ে বড় সিঙ্গারা নিয়ে হাজির এক যুবক। তার সিঙ্গারা খাওয়ার ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এত বড় সিঙ্গারা মানুষকে চমকে দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্লেটে একটি বড় সিঙ্গারা নিয়ে বসে আছেন ওই যুবক। যার ওজন প্রায় ৫ কেজি। ভিডিওতে দেখা যায়, ওই যুবক কিং সাইজ সিঙ্গারা খেতে শুরু করেছেন। যদিও তাকে সিঙ্গারা শেষ করতে , দেখানো হয়নি ভিডিওতে।

Advertisment

এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটিতে ব্যবহারকারীদের নানান প্রতিক্রিয়া সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে এটি পাগলামি এবং অন্য কিছু নয়। এক ব্যবহারকারী লিখেছেন চআপনি খাচ্ছেন ভাল কথা কিন্তু এরপর হাসপাতালে ভর্তি হওয়ার জন্য প্রস্তুত থাকুন। ভিডিও নিয়ে যুবককে ট্রোল করার চেষ্টা করেছেন অনেকে।

Viral Video