সাপের মধ্যে থাকা পরজীবী মহিলার মস্তিষ্কে, বিশ্বের প্রথম ঘটনা চমকে দিয়েছে চিকিৎসকদের

নিউমোনিয়া, পেটে ব্যথা, ডায়রিয়া, শুকনো কাশি, জ্বরের সমস্যায় ভুগছিলেন ওই মহিলা।

নিউমোনিয়া, পেটে ব্যথা, ডায়রিয়া, শুকনো কাশি, জ্বরের সমস্যায় ভুগছিলেন ওই মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
worm living in woman brain first case discovered by doctors

সাপের মধ্যে থাকা পরজীবী মহিলার মস্তিষ্কে, বিশ্বের প্রথম ঘটনা চমকে দিয়েছে চিকিৎসকদের।সম্প্রতি অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। এখানে ৬৪ বছর বয়সী এক মহিলার মস্তিষ্কে পাওয়া গিয়েছে জীবন্ত কৃমি। চিকিৎসকরা জানিয়েছেন এমন ঘটনা বিশ্বে প্রথম। রোগী নিউমোনিয়া, পেটে ব্যথা, ডায়রিয়া, শুকনো কাশি, জ্বর এবং আরও নানান উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

Advertisment

২০২১ সাল থেকে চিকিৎসকরা স্টেরয়েড ও অন্যান্য ওষুধ দিয়ে মহিলার চিকিৎসা করছেন। ২০২২ সালে, মহিলা হতাশা এবং ভুলে যাওয়ার লক্ষণ দেখা যায়। এরপর মহিলার এমআরআই করা হয়। রিপোর্ট দেখে চমকে ওঠে চিকিৎসকরা। তারা জানতে পারেন মস্তিষ্কে জীবন্ত কীট রয়েছে। এরপর অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয় তাকে ।

অস্ত্রোপচারের পর মহিলার মস্তিষ্ক থেকে বের করা হয় একটি ৩-ইঞ্চি লম্বা, উজ্জ্বল লাল, পরজীবী রাউন্ডওয়ার্ম যা মহিলার মস্তিষ্কে দীর্ঘদিন ধরেই ছিল। আশ্চর্যের বিষয় হল এও পরজীবী সাধারণত সাপের মধ্যে পাওয়া যায়, মানুষের মধ্যে নয়। কীভাবে এই পরজীবী মহিলার শরীরে প্রবেশ করলো তা ভেবেই দিশাহীন চিকিৎসকরা? বিশেষজ্ঞদের অনুমান, কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমে সেটি মহিলার শরীরের প্রবেশ করে। এই পরজীবী সংক্রমণের ঘটনা আগে কখনও রিপোর্ট করা হয়নি বলে জানিয়েছে চিকিৎসকরা।

viral