scorecardresearch

খানা-খন্দে মোড়া ব্রিটেনের ‘রাজকীয় রাজপথ’, ছবি ভাইরাল হতেই জোর চর্চা

ট্যাক্সি চালকরা এই রাস্তায় আসতেই চান না।

Latest Sightings, Viral Video, Trending Video, Viral On Social Media, viral On Internet, strange news, bizarre news, bizarre story, amazing news, strange news, interesting news, viral news, trending news, viral, trending, ajeebogarib, hatke news, ajab gajab, zara hatke, khabar hatke,

ভারতে রাজপথে রাজনীতি। খানা-খন্দে ভরে রাস্তা-ঘাট দেখতে আমরা ভারতীয়রা অভ্যস্ত। সেই সকল পথ-ঘাট মাঝে মধ্যে সংবাদ শিরোনামে আসলেও রাস্তা-ঘাটের বেহাল দশা সেই সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্রের সেভাবে কোন বদল হয়না।   অনেক সময় আমরা আমাদের রাস্তাঘাটের সঙ্গে বিশ্বের ঝাঁ চকচকে পথঘাটের তুলনাও টেনে থাকি। তবে কথাও আছে ‘নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,. ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস’! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খানা খন্দে ভরা ব্রিটেনের রাজপথে ছবি। ছবি ভাইরাল হতেই তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে।

ভাইরাল এই ছবিটি ব্রিটেনের এসেক্স এলাকার। ব্রিটেনের রাস্তাঘাট বিশ্বের সেরা রাস্তাঘাটের মধ্যে অন্যতম বলেই বিবেচনা করা হয়। এসেক্স এলাকার এই রাস্তার ছবি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, এই রাস্তা খানা খন্দে ভরা। গাড়ি নিয়ে যাওয়াও বেশ ঝক্কি। রাস্তাটি বিপজ্জনক। অ্যারন ডোয়ায়ার বলেন, এটি ব্রিটেনের সবচেয়ে খারাপ রাস্তা। ট্যাক্সি চালকরা তাদের গাড়ি নিয়ে এই রাস্তায় আসতেই চান না। এটা খুবই লজ্জাজনক। দিনের পর দিন ব্রিটেনের এই রাস্তার হাল ক্রমশই খারাপের দিকে যাচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Worst road in britain where thousends of potholes in road