Advertisment

লকডাউনের জের, নীল-স্বচ্ছ জল বইছে যমুনায়, উধাও দুর্গন্ধ

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জানিয়েছে, নিজের খেয়াল খুশিতে প্রকৃতি এখন মজা করছে। তাই দেখা দিয়েছে পরিষ্কার আকাশ, নীল জল ও ঘন সবুজ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনে বদলে গিয়েছে যমুনার কালো রঙ। উধাও হয়েছে দুর্গন্ধ। যমুনার জল এখন নীল। সেই নীল জলের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে অবাক হয়েছে দিল্লীবাসী থেকে শরু করে গোটা ভারত। যমুনার রূপ যে কুচ্ছিত, তার জলের রঙ নর্দমার মতো কালো, মেট্রো ও বাস যাত্রীদের স্টপেজের নাম মনে করিয়ে দেয় তার দুর্গন্ধ। কিন্তু এই চেনা ছবি হঠাত্্ই বদলে গিয়েছে করোনা পরিস্থিতিতে। টলটলে নীল জল বইছে যমুনাতে। ধূসর রঙের আস্তরণ মুছে গিয়েছে আকাশ থেকে। যার ছবি শেয়ার করেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকও।

Advertisment

যমুনা দিয়ে বইছে স্বচ্ছ জল। করোনা পরিস্থিতিতে যে লকডাউন জারি করা হয়েছে, তাতে খনিক স্বস্থি পেয়েছে প্রকৃতি। নিজের স্বমহিমা দেখাতে শুরু করেছে সে। যমুনার জল যে কখনও নীল ছিল তা ভুলেই গিয়েছিল দেশবাসী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জানিয়েছে, নিজের খেয়াল খুশিতে প্রকৃতি এখন মজা করছে। তাই দেখা দিয়েছে পরিষ্কার আকাশ, নীল জল ও ঘন সবুজ।

Advertisment