New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cats_b3c6cc.jpg)
ভিডিও দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটপাড়ার মানুষজন।
ভিডিও দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটপাড়ার মানুষজন।
ভিডিও দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটপাড়ার মানুষজন।
Trending Video: গতকাল ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হয়েছে গোটা দেশ। বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে যা মানুষের মন ছুঁয়ে গিয়েছে। নারী শক্তির এক অসাধারণ ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটপাড়ার মানুষজন।
ভাইরাল ভিডিওতে এক মহিলাকে রাস্তায় পুশআপ পোজ দিতে দেখা যাচ্ছে। এর পরে অটোর সামনের চাকাটি তাঁর পিঠের উপর রাখা হয়। অটোর ভার পিঠে রেখে মহিলাকে পুশ আপ করতে দেখা যায়৷ আর এই কারণেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ওই মহিলার ভিডিও।
আরও পড়ুন - < Trending Video: স্বেচ্ছায় ‘বেতের বাড়ি’ খাচ্ছেন প্রাক্তনীরা, ভিডিও দেখে ‘নস্ট্যালজিক’ নেটপাড়া >
এই ভিডিওটি @Gulzar_sahab নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা, 'দেশি পাওয়ার।' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন হাজার হাজার মানুষ।
Desi Power 🫡🇮🇳 pic.twitter.com/K1m94rfjlk
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) August 15, 2024