স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই সেরার সেরা চমক, ছোট মেয়ের পিয়ানো বাজানোয় আপ্লূত মোদীও। ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশংসার ঝড়।
প্রতিভা কখনই বয়সের উপর নির্ভর করে না, আর তা আরও একবার প্রমাণ করল এই মেয়েটি। সম্প্রতি মেয়েটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীও ভাইরাল ট্যুইটটি রিটুইট করেছেন এবং মেয়েটির পিয়ানো বাজানোর প্রশংসা করেছেন। ভিডিওটি @anantkkumar-এর টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। যা তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।
ভাইরাল ভিডিওতে, একটি ছোট মেয়ে পিয়ানোর সামনে বসে থাকতে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে পিয়ানো বাজাতে দেখা যাচ্ছে। পাশ থেকেই ভেসে আসছে মায়ের সুরেলা কণ্ঠ। সেই সুরে পিয়ানোর জাদুতে সোশ্যাল মিডিয়ার মন জয় করে নিয়েছে মেয়েটি। ভিডিওতে অনেক সময় পিয়ানোতে গানের বিভিন্ন লিরিকে তুলে ধরতে সেই সঙ্গে তাকে মায়ের গানের সুরের সঙ্গে পিয়ানো বাজারে দেখা যায়।
খুদে শিশুকন্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেটি দেখেন এবং ট্যুইটটি তিনি রিট্যুইট করেন। মোদী মেয়েটির প্রশংসা করেছেন এবং ভিডিওটি শেয়ার করে ক্যাপশন তিনি লিখেছেন- 'এই ভিডিওটি সবার মুখে হাসি আনতে পারে। অসাধারণ প্রতিভা এবং সৃজনশীলতা। মেয়েটির জন্য অনেক অনেক শুভকামনা!' ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছে।