বয়স শুধুই সংখ্যা! দাঁড়িয়ে দোলনা চড়ছেন ঠাকুমা, যা দেখে হইচই নেটপাড়ায়

বৃ্দ্ধা শাড়ি পরে দোলনা চড়ছেন, দোলনায় দাঁড়িয়ে বসে ক্রমশ গতি বাড়াচ্ছিলেন তিনি।

বৃ্দ্ধা শাড়ি পরে দোলনা চড়ছেন, দোলনায় দাঁড়িয়ে বসে ক্রমশ গতি বাড়াচ্ছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

‘বয়স শুধু মাত্র একটি সংখ্যা’ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ৭৬ বছরের বৃদ্ধা দোলনা চড়ছে। তাও যে সে ভাবে নয়, দাঁড়িয়ে দোলনা চড়ছে সে। যা সেনসেশন ছড়িয়েছে ইন্টারনেটে।

Advertisment

ভিডিওতে থাকা মহিলাটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার ব্রাহ্মণপাল্লার, এনার নাম জয়া।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ৭৬ বছরের বৃ্দ্ধা শাড়ি পরে দোলনা চড়ছেন, দোলনায় দাঁড়িয়ে বসে ক্রমশ গতি বাড়াচ্ছিলেন তিনি। যা দেখে অবাক নেটপাড়া। ভিডিওটি শেয়ার করেছেন টুইটার ব্যবহারকারী পি পাভান।

Advertisment

দেখুন ভাইরাল ভিডিও...

viral viral news