New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-61.jpg)
বেপোরোয়া গতিতে বাইক চালিয়ে এসে হঠাৎ বাইকটিকে শূন্যে ভাসিয়ে দেয় যুবক।
রিলের শখে ‘বিপজ্জনক স্টান্ট’। যুবকের কাণ্ড দেখে চমকে উঠলেন সকলেই। আজকের যুগে, মানুষজন রিল বানিয়ে রাতারাতি ‘বিখ্যাত’ হতে চান। রিলের নেশায় বুঁদ তরুণ প্রজন্মের একাংশ। অনেক সময় জীবনের পরোয়া না করেই রিল বানাতে থাকেন তারা। হামেশাই রিল বানাতে গিয়ে দুর্ঘটনা ঘটলেও রিলের নেশা মানুষকে তাড়া করে বেড়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে এক যুবক রিলের জন্য বাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট করতে দেখা যায়।
প্রতিদিনই কোন না কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিছু ভিডিও মানুষ হাসায় এবং কিছু ভিডিও এমনই যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখে আপনি অবাক হবেন। বিখ্যাত হওয়ার জন্য মানুষ আজকাল নিজের জীবনেরও পরোয়া করবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে একটি ছেলে তার বাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট করতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেটি তার বাইকে বসে আছে। সে বেপোরোয়া গতিতে বাইক চালিয়ে এসে হঠাৎ বাইকটিকে শূন্যে ভাসিয়ে দেয়।
🔸 क्या रील्स बनाने के लिए ऐसे स्टंट करना सही है ? pic.twitter.com/grnIJBw4He
— रंग राजस्थानी - Rang Rajasthani (@RangRajasthani_) August 2, 2023
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কমেন্ট সেকশনে নানা মন্তব্য করেছেন মানুষ। একজন বললেন- চন্দ্রযানের গতিকেও হার মানাবে এই ছেলেটি। অপর এক জন লিখেছেন এমন ভিডিও দেখে বুক কেঁপে উঠল।