scorecardresearch

‘ইন আঁখো কি মস্তি’…. সুরেলা কণ্ঠে বিশ্ববাসীর মন জয়, দেখুন ভিডিও  

সুন্দরী এই তরুণীর সুরেলা কন্ঠ শুনে আপনিও হারিয়ে যাবেন একেবার ভিন্ন জগতে।

"Gilgit Baltistan Girl,Gilgit Baltistan Girl Singing,गिलगिट बाल्टिस्तान,घुंघराले बाल वाली लड़की,इन आंखों की मस्ती,मशहूर सिंगर आशा भोसले,Asha Bhosle,Gilgit Baltistan,Asha Bhosle Song,Indian Fans,फिल्म उमराव जान,इंस्टाग्राम,Trending Video,Viral News In Hindi,Viral Video News,zara hatke,ndtv zara hatke videos,ndtv india,ndtv hindi,ndtv khabar,ndtv news,Social Media,Entertainment News In Hindi,Tv News And Gossip,young girl,In Aankhon Ki Masti"

গিলগিট বালতিস্তানের তরুণীর তাক লাগানো চমকে মুগ্ধ নেটপাড়া। আশা ভোঁসলের গান গেয়েই জিতে নিলেন লাখ লাখ নেটিজেনদের হৃদয়। এই ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।  

একটি গান যা ছুঁয়ে গেল লাখ মানুষের হৃদয়। কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলের ‘ইন আঁখো কি মাস্তি’ গেয়েই জয় করলেন শ্রোতাদের মন। প্রতিদিন একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কেউ কেউ তাদের অবাক প্রতিভা দিয়ে নেটিজেনদের মন চুরি করে নেয়। সম্প্রতি এমনই একটি ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।  ভিডিওতে, গিলগিট বালতিস্তানের এক তরুণীকে সুরেলা কণ্ঠে জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলের জনপ্রিয় গান ‘ইন আঁখো কি মাস্তি’ গাইতে দেখা যাচ্ছে, ইন্টারনেটে সকলের মন জয় করেছে এই গানের ভিডিও।

ভিডিওর শুরুতে, তরুণীকে ১৯৬৪ সালের বিখ্যাত ছবি ‘উমরাও জান’-এর গানটি গুনগুন করতে দেখা যায়, যা বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে গেয়েছিলেন।  সুন্দরী এই তরুণীর সুরেলা কন্ঠ শুনে আপনিও হারিয়ে যাবেন একেবার ভিন্ন জগতে।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ভিডিওটি এখন পর্যন্ত ১৮ লক্ষের বেশি বার দেখা হয়েছে, প্রায় ২ লক্ষের বেশি মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন। ভিডিওটি দেখে ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মেয়েটির গান মন ছুঁয়ে গেল’। আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘দারুণ। বিস্ময়কর। কি সুরেলা কণ্ঠ। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, ‘সুন্দর কন্ঠ। অনেক ভালোবাসা, চতুর্থ ব্যবহারকারী লিখেছেন, ‘মেলোডিয়াস ভয়েস এবং তার কোঁকড়ানো চুল খুব সুন্দর।’

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Young girl from gilgit baltistan sings asha bhosle in aankhon ki masti internet is mesmerised