New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-65.jpg)
দুই তরুণীর তোলপাড় ফেলা কাণ্ড! ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
'আই লাভ ইউ' বলতেই জুটল জুতোপেটা, বেধড়ক কিল, চড়, লাথি, ঘুসি বাদ গেল না কিছুই। দুই তরুণীর তোলপাড় ফেলা কাণ্ড! ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
"দেখ, তোমাকে ছাড়া আমি মরে যাব।" 'আই লাভ ইউ'…. বলামাত্রই রনং দেহি মেজাজে যুবকের ওপর কার্যত ঝাঁপিয়ে পড়ল তরুণী। নির্বিচারে চলল জুতোপেটা, বেধড়ক কিল, চড়, লাথি, ঘুসি।
বাজারের মাঝখানে সপাটে চড় যুবককে! উত্তরপ্রদেশের আগ্রার এই ঘটনা তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। একটানা লাথি আর ঘুষ খাওয়ার মাঝে যুবকটি বারবার একটাই কথা বলছিল, “দেখ, তোমায় ছাড়া আমি মরে যাবো।” আর তখনই আর চড়-থাপ্পড়ের আওয়াজে চাপা পড়ে যায় প্রেম নিবেদন। এই দৃশ্য দেখতে আশেপাশে উপস্থিত লোকজনে ভিড় জমে যায়। যদিও কেউ’ই যুবককে উদ্ধারের এগিয়ে আসেনি। যুবককে বেধড়ক টেনে-হিঁচড়ে মারতে থাকেন দুই তরুণী।
জানা গিয়েছে দুটি মেয়ে যখন কমলা নগর এলাকা দিয়ে যাচ্ছিল, তখন রাস্তার মাঝখানে এই লোকটি 'আই লাভ ইউ' বলে। হঠাৎ এমন একটি কাজ দেখে মেয়েরা আতঙ্কিত হয়ে পড়ে এবং অবিলম্বে তাকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবে তারা। তার শার্ট ধরে তাকে আঘাত করে, তার মুখে ও শরীরের অন্যান্য অংশে চলে কিল, চড়।
প্রায় আধাঘণ্টা ধরে চলে মারধরের ঘটনা। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যার পরে বিষয়টি স্থানীয় পুলিশের কাছে পৌঁছায়। প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয় ওই যুবকের বিরুদ্ধে।