রাজার হালে বিমানের ডানায় বসে যুবক…মুহূর্তেই গায়েব, ভিডিও দেখে গায়ে কাঁটা দেবে

স্রেফ অ্যাডভেঞ্চারের টানেই এমন ঝুঁকি?

স্রেফ অ্যাডভেঞ্চারের টানেই এমন ঝুঁকি?

author-image
IE Bangla Web Desk
New Update
Viral News,Viral Video Today,

বিমানের ডানায় বসে যুবক

বিমানের ডানায় রাজার হালে বসে এক যুবক। প্রথম বার এই দৃশ্য দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারেন নি নেটাগরিকরা। তারপর যা হল… কল্পনাও করতে পারবেন না। ভিডিওটা দেখুন একবার। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। কিছু ভিডিও সামনে আসে যেগুলো দেখার পর অবাক হতে বাধ্য।

Advertisment

সোশ্যাল মিডিয়ার জগতে তারা কখন কী ভাইরাল হবে তা আগে থেকে আঁচ করা সম্ভব নয়। অনেক সময় এমন ভিডিও সামনে আসে যা দেখে শিউরে ওঠেন সকলেই। ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের ডানায় পায়ের ওপর পা তুলে বসে রয়েছেন এক ব্যক্তি। বিমানের ডানা থেকে পা ঝুলিয়ে আরামে বসে আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উড়ন্ত বিমানের উপরে বসে আছেন এক যুবক। ভিডিওতে স্পষ্ট দেখা যায় এমন মুহূর্তেও তিনি মোটেও চিন্তিত নন। কিছুক্ষণের মধ্যে যুবক সরাসরি বিমান থেকে লাফিয়ে পড়েন। তবে ভিডিওটি ভাল করে দেখলে দেখা যাবে তার পিঠে রয়েছে একটি প্যারাসুট। স্রেফ অ্যাডভেঞ্চারের টানেই যুবক নিজের জীবন বিপন্ন করতেও পিছপা হচ্ছেন না।

Advertisment

ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটি নিয়ে মানুষের নানা প্রতিক্রিয়া সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে কারুর পক্ষে এটি করা সম্ভব নয়। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, আপনি আমার মন জয় করেছেন, এখানে বসে আপনি ভয় পাননি? একজন ব্যবহারকারী লিখেছেন, বাহ, আপনি বিস্ময়কর কাজ করেছেন, আমাদেরও স্বপ্ন আছে যে একদিন বিরাট উচ্চতা থেকে লাফ দিয়ে বিশ্বকে বলব যে হ্যাঁ, আমিও এটা করতে পারি।

viral