scorecardresearch

‘চুমু খাও, জিতে নাও এক’শো টাকা’! viral video ঘিরে হুলস্থূল

যুবকের কাণ্ডকারখানা দেখে সকলেই আতঙ্কিত

Viral Kiss Video, Viral Video, Viral Kiss, Viral Kiss Poster, Young man wrote on the poster to kiss, one kiss for 100 rupees,, News

‘চুমু খাও, ১০০ টাকা নাও’! আজব ভিডিও ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় আজকাল নানান মজার ভিডিও ভাইরাল হয়। এমনই একটি ভিডিও খুব দ্রুত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখার পর আপনিও স্তম্ভিত হয়ে যাবেন। ভিডিওতে যুবকের কাজ সকলকেই অবাক করেছে। মুহূর্তেই ভাইরাল হয়েছে যুবকের এই ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, এক যুবককে তার হাতে ‘পোস্টার’ ধরে প্রকাশ্যে দাঁড়িয়ে রয়েছেন। যুবক পোস্টারে এমন কিছু লিখেছেন যা সবাইকে অবাক করেছে। পোস্টারে ওই যুবক লিখেছেন, ‘আমাকে চুমু খাও আর সঙ্গে সঙ্গে পেয়ে যাও ১০০ টাকা’। পোস্টার দেখে তো সকলেই রীতিমত অবাক। পোস্টার উল্টানোর সঙ্গে সঙ্গে তাতে লেখা রয়েছে ‘বিশেষ এই অফার শুধু মাত্র মেয়েদের জন্য’। পোস্টার নিয়ে মলের বাইরে ঘুরে বেড়াচ্ছেন ওই যুবক। যুবকের কাণ্ডকারখানা দেখে মহিলারও বেশ আতঙ্কিত।

এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এখন পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন ৯ হাজার মানুষ। একইসঙ্গে ভিডিওটিতে লাইক করেছেন এক হাজারেরও বেশি মানুষ। ভিডিওতে ব্যবহারকারীদের নানান চমকপ্রদ প্রতিক্রিয়াও সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন, সেরা ভিডিও। এই ভিডিওতে খুব মজার কমেন্টও সামনে এসেছে, যা পড়ার পরে আপনি হাসি থামাতে পারবেন না।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Young man is giving 100 rupees to kiss viral video