সাপের ডেরায় কেরামতি, চুমু, ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না

সাপগুলিকে নিয়ে খেলা দেখাচ্ছেন এক যুবক।

সাপগুলিকে নিয়ে খেলা দেখাচ্ছেন এক যুবক।

author-image
IE Bangla Web Desk
New Update
cobra video, cobra video, viral snake video, snake video viral today, snake, nag, sanp ka video, nag video,,

ইন্টারনেটের দুনিয়া বিষ্ময়ে ভরা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন সব ভিডিও সামনে আসে যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। কিছু ভিডিও আপনাকে ভাবতে বাধ্য করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে পিলে চমকে উঠেছেন সকলেই। ভিডিওতে এক যুবককে অনেক সাপের সঙ্গে খেলা দেখাতে দেখা যায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এমন ভিডিও তোলেন ওই যুবক।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক সাপের সঙ্গে দেখা যাচ্ছে এক যুবককে। সাপগুলিকে নিয়ে খেলা দেখাচ্ছেন ওই যুবক ।ভিডিওতে দেখা যাচ্ছে যুবক সব সাপগুলিকে নিয়ে মজা করছেন। তাদের উত্যক্ত করার চেষ্টা করছে ওই যুবক। যুবকের স্টাইল বেশ অনন্য।

Advertisment

এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন, দয়া করে সাপের কোন ক্ষতি করবেন না। অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘সাপ নিশ্চয়ই ভাবছে এবার তার বাবা এসেছে’। একজন ব্যবহারকারী লিখেছেন, ভুলে যাবেন না এটা সাপ। মন্তব্য চমকপ্রদ, যা পড়ার পরে আপনি সম্পূর্ণ অবাক হবেন।

Viral Video