New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-32.jpg)
সকলেই এমন প্রেমকাহিনীতে আবেগে ভেসে গিয়েছে।
সকলেই এমন প্রেমকাহিনীতে আবেগে ভেসে গিয়েছে।
সকলেই এমন প্রেমকাহিনীতে আবেগে ভেসে গিয়েছে।
বিমানবন্দরে ফিল্মি স্টাইলে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, প্রেমে হাবুডুবু নেটপাড়ার। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। তবে তার মধ্যে কিছু কিছু ভিডিও এমনই যে তা একবার দেখার পর বারে বারে দেখতে ইচ্ছা করে।
সম্প্রতি অকল্যান্ড বিমানবন্দরে এক ভারতীয় যুবক তার বান্ধবীকে একেবারে বলিউড স্টাইলে বিয়ের প্রস্তাব দিয়েছেন, যা দেখে প্রেমিকা তো একেবারেই অবাক।প্রেম আর আবেগের এই পটভূমি মন জিতে নিয়েছে নেটিজেনদের। ব্যস্ত বিমানবন্দরে এমন প্রেমের প্রস্তাব প্রমাণ করে যে রোম্যান্সের কোন সীমা নেই।ঠিক যেন বলিউড সিনেমার দৃশ্য। যুবক যশ রাজ তার বান্ধবী রিয়া শুক্লাকে ব্যস্ত বিমান বন্দরে বিয়ের প্রস্তাব দিয়ে একেবারে চমকে দেন।
কিছু বুঝে ওঠার আগেই তাদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যরা বিমানবন্দরের ভিতর নিয়ে এসে সোজাসুজি তরুণীকে প্রশ্ন করলেন তুমি কি আমাকে বিয়ে করবে?’ হাতে প্ল্যাকার্ড তাতেও রয়েছে ভরা প্রেমকাহিনী। এরপর হাঁটুগেঁড়ে বসেই আংটি দিয়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেয় ওই যুবক। মেয়েটির চোখ তখন খুশিতে জ্বলজ্বল করছিল। এরপর দম্পতি একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে।ভিডিওটি কয়েক লাখ মানুষ দেখেছেন। সকলেই এমন প্রেমকাহিনীতে আবেগে ভেসে গিয়েছে।
দেখুন ভিডিও-
He proposed to her over an airport's PA system. See her response pic.twitter.com/ovGC2aOtGw
— CNN International (@cnni) August 30, 2023